ভারতীয় ক্রিকেট

৩০ বছর হওয়ার আগে কারও সঙ্গে তুলনা চাই না: পান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:42 বুধবার, 30 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টিতে বেশ লম্বা সময় ধরেই রানের দেখা পাচ্ছেন না ঋষভ পান্ত। সাদা বলের ক্রিকেটে তার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এসবে একদমই নজর নেই পান্তের। ভারতের এই উইকেটরক্ষক মনে করেন, ৩০-৩২ বয়স হওয়ার আগে তার পারফরম্যান্সের সঙ্গে অন্য কারও পারফরম্যান্স তুলনা করাই বোকামি। সাদা বলের ক্রিকেটে নিজের পারফরম্যান্সকে 'ভালো' দাবি করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই পান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে দুটি ম্যাচে খেলার সুযোগ হয় তার। জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৩ ও ৬ রান করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে যথাক্রমে ৬ ও ১১ রান আসে পান্তের ব্যাটে। এই দুটো ম্যাচেই ইনিংসের সূচনা করেন তিনি, যা টি-টোয়েন্টিতে পান্তের দারুণ পছন্দ।

হার্শা ভোগলের সঙ্গে এক আলোচনায় পান্ত বলেন, 'টি-টোয়েন্টিতে আমি ওপেন করতে চাই। ওয়ানডেতে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে চাই। টেস্টে আমি এখনই পাঁচে ব্যাটিং করছি। রেকর্ড কেবলই হচ্ছে সংখ্যা। সাদা বলে আমার রেকর্ডও খারাপ নয়।'

'এখনই আসলে তুলনা করার সময় আসেনি। আমার বয়স এখন ২৪-২৫ বছর। আমার বয়স যখন ৩০-৩২ না হবে এর আগে তুলনা করাটা কোনোভাবেই যৌক্তিক না।'

পরিসংখ্যান অনুযায়ী, লাল বলের ক্রিকেটেই বেশ সফল পান্ত। এখন পর্যন্ত খেলা ৩১ টেস্টে ৪৩.৩২ গড়ে রান তুলেছেন তিনি। এই সংস্করণে মোট পাঁচটি সেঞ্চুরি আছে তার। এর মধ্যে চারটি সেঞ্চুরিই করেছেন এশিয়ার বাইরে।