এফআইসিএ'র প্রতিবেদন

জাতীয় দলের চুক্তি ছাড়তে প্রস্তুত ৪৯ শতাংশ ক্রিকেটার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:52 বুধবার, 30 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় একটি অংশ জুড়েই উইন্ডো দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য।

আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো ক্রিকেটাররাও এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই ঝুঁকছেন বেশি। সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এফআইসিএ) তাদের বৈশ্বিক কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে কিছু বিস্ময়কর তথ্য।

ভারত ছাড়া ১১টি দেশের ৪০০ জন ক্রিকেটারের ওপর করা জরিপে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বেশি অর্থ পেলে জাতীয় দলের চুক্তি প্রত্যাখ্যান করতে প্রস্তুত ৪৯ শতাংশ ক্রিকেটার। এই সমীক্ষায় অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে ১৮ শতাংশ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে চুক্তিবদ্ধ। তাদেরকে ট্রেডিশনাল মার্কেটের ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছে এফআইসিএ।

এ ছাড়া নিজেদের দেশের ঘরোয়া লিগে চুক্তিবদ্ধ ও আন্তর্জাতিক ক্রিকেটে চুক্তিবদ্ধ ক্রিকেটার রয়েছেন ৪২ শতাংশ। তাদেরকে 'হাইব্রিড ক্রিকেটার' হিসেবে বিবেচনা করা হয়েছে। আর বাকি ৪০ শতাংশ ক্রিকেটার শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান। তাদেরকে 'ফ্রি এজেন্ট' ক্রিকেটার হিসেবে ধরা হয়েছে এই সমীক্ষায়।

এই প্রতিবেদনে দেখা গেছে ৭৪ ভাগ ক্রিকেটার এখনও টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। যদিও আগের সমীক্ষায় টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ছিল ৮২ শতাংশ। নতুন জরিপ অনুযায়ী ৭৯ ভাগ ক্রিকেটারই দিবা-রাত্রির টেস্টে আগ্রহী। অনেকদিন ধরে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে আনার প্রস্তাবও দিয়েছেন অনেকে।

বাস্তবে ক্রিকেটাররা এমন সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ৫৬ ভাগ ক্রিকেটার সাদা পোশাকের ক্রিকেটের পক্ষে নিজেদের মতামত জানিয়েছেন। ৬৩ ভাগ ক্রিকেটারের চাওয়া সীমিত ওভারের ফরম্যাটের জন্য আলাদা উইন্ডো থাকুক।

টি-টোয়েন্টির গোড়াপত্তনের পর সবার ধারণা ছিল জনপ্রিয়তা হারাবে ওয়ানডে ক্রিকেটও। তবে ক্রিকেটারদের মধ্যে ৫৪ ভাগ মনে করেন আইসিসির আয়োজিত টুর্নামেন্টগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। যদিও ২০১৯-২০ সালের সমীক্ষামতে সেই ৮৬ ভাগ ক্রিকেটার জনপ্রিয়তার শীর্ষে রেখেছিলেন ওয়ানডে বিশ্বকাপকে।