বাংলাদেশ 'এ' দল

কক্সবাজারে ভারতের রান পাহাড়, পাত্তাই পেলো না খালেদরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:26 বুধবার, 30 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ 'এ' দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে ভারত 'এ' দল। দ্বিতীয় দিনে পাত্তাই পাননি খালেদ আহমেদ-রেজাউর রহমান রাজারা। দিনশেষে ৫ উইকেট হারিয়ে ৪০৪ রান তোলেছে তারা।

বিনা উইকেটে ১১২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে দ্রুত গতিতে রান তুলেছেন দুই ওপেনার। প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন দুইজনই। ১৫৯ বলে তিন অঙ্কের কোটা স্পর্শ করেন ইয়াশভি জয়সাওয়াল। আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরন সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৮৪ বলে।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেও কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাবলীল ব্যাটিং করতে থাকা দুই ব্যাটার যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ৭৭তম ওভারে প্রথম উইকেটের দেখা পেলো বাংলাদেশ। জয়সাওয়ালকে ১৪৫ রানে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি ইয়াশ ধুল। এই টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন খালেদ আহমেদ। তার ব্যাট থেকে এসেছে ২০ রান। নিজের পরের ওভারেই আবারও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ১৪২ রান করা অভিমন্যুকেও সাজঘরে ফিরিয়েছেন খালেদ।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর খেই হারিয়েছে ভারতের মিডল অর্ডার। শরফরাজ খান-জয়ন্ত যাদবরা উইকেটে সেট হওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। শরফরাজের ব্যাট থেকে এসেছে ২১ রান আর যাদব ফিরেছেন ১০ রান করে। শেষ বিকেলে এই দুই ব্যাটারকেই ফিরিয়েছেন তাইজুল ইসলাম। সবমিলিয়ে এদিন এই স্পিনার একাই শিকার করেছেন ৩ উইকেট।

দিনশেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪০৪ রান। ৫ উইকেট হাতে নিয়ে তাদের লিড এখন ২৯২ রানের। তিলক ভর্মা অপরাজিত আছেন ২৬ রানে। 

সংক্ষিপ্ত স্কোর- (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ 'এ' দল: ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩) 

ভারত 'এ' দল: ৪০৪/৫ (১১৭ ওভার) (তিলক ২৬*, উপেন্দ্র ২৭*)