ভারতীয় ক্রিকেট

কোহলিদের টি-টোয়েন্টি থেকে ছাঁটাই করছে ভারত!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:33 মঙ্গলবার, 29 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তরুণদের নিয়ে দল সাজানোর কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেটা করতে গিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দিচ্ছে তারা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও লম্বা সময় ধরেই আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি কোহলিরা। ২০২১ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার সেমিফাইনালে উঠেছিল ভারত।

যদিও সাফল্য পায়নি রোহিতের দল। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে তারা। হতাশার পারফরম্যান্সে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর গুঞ্জন উঠে ২০ ওভারের দল থেকে জায়গা হারাচ্ছেন কোহলি-রোহিতের মতো সিনিয়র ক্রিকেটররা।

সেই সঙ্গে ‍গুঞ্জন উঠে, টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বলা হতে পারে কোহলি-রোহিত-রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারদের। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। পিটিআইকে সূত্রটি জানায়, আগামী এক বছর টি-টোয়েন্টি খেলবেন না কোহলিরা।

২০ ওভারের ক্রিকেট না খেললেও তাদেরকে বোর্ড থেকে অবসর নিতে বলা হবে না বলে জানা যায়। টেস্ট এবং ওয়ানডে ম্যাচের প্রতি সিনিয়র ক্রিকেটারদের মনোনিবেশ বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে বলেছে, ‘বিসিসিআই কখনও-ই কাউকে অবসর নিতে বলে না। এটি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

‘হ্যাঁ, ২০২৩ সালে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজের বদলে বেশির ভাগ সিনিয়রদের ওয়ানডে এবং টেস্ট ম্যাচগুলোতে মনোনিবেশ করতে বলা হবে। কেউ না চাইলে অবসর ঘোষণা করার দরকার নেই। তবে বেশিরভাগ সিনিয়রদেরই পরের বছর টি-টোয়েন্টি খেলতে দেখতে পাওয়া যাবে না।’