টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়া দলে কোনো কাপুরুষ নেই, ল্যাঙ্গারকে কামিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 মঙ্গলবার, 29 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন আগেই জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নোংরা রাজনীতির শিকার হয়েই হেড কোচের পদ থেকে সরে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলপতি প্যাট কামিন্সকে ঘুরিয়ে ফিরিয়ে 'কাপুরুষ'ও বলেছিলেন তিনি। এবার সেই কথার জবাব দিলেন কামিন্স।

ল্যাঙ্গারের কোচিংয়ের ধরন নিয়ে অসন্তোষ অস্ট্রেলিয়া দলের সিনিয়র ক্রিকেটাররা। এরপরও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে ল্যাঙ্গারের ওপর আস্থা রেখেছিল সিএ। তবে গত ফেব্রুয়ারীতে নিজ থেকেই দায়িত্ব ছাড়েন ল্যাঙ্গার।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানান ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা তাকে নিয়ে স্বচ্ছ কোনো মন্তব্য করেনি বলেও জানান সাবেক এই টেস্ট ওপেনার। ভর্ৎসনা করেন কামিন্সকে।

এর জবাবে কামিন্স বলেন, 'অস্ট্রেলিয়া দলে কোনো কাপুরুষ নেই। কখনো ছিল না। ব্যক্তিগতভাবে আমার কার সাথে কী কথা হয়েছে সেটা কখনোই আমি সামনে আনব না। আমি মনে করি বাইরের কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা হতাশার। তবে এটা কোনোভাবেই আমাদের দলকে প্রভাবিত করছে না।'

'আমি মনে করি, সে যা মনে করেছে সেটাই বলেছে। তাকে এজন্য ধন্যবাদ। তবে শেষ ১২ মাসে যা হয়েছে টা নিয়ে আমরা গর্বিত। এখন আমরা এগিয়ে গিয়েছি। যেভাবে আমরা খেলেছি, নিজেদের পরিচালিত করেছি সেটা দারুণ। ক্রিকেটাররা মাথা উঁচু করে রাখতেই পারে।'

২০১৮ সালে কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনার পর ড্যারেন লেহম্যানকে ছাঁটাই করার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ল্যাঙ্গারের কাঁধে। তার অধীনে টেস্টের এক নম্বর দল হিসেবে আধিপত্য বিস্তার করে অস্ট্রেলিয়া। এমনকি টি-টোয়েন্টিতেও শীর্ষে উঠেছিল তারা।

শিরোপা খরা কাটিয়ে ২০২১ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। তবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার মতো ব্যর্থতাও রয়েছে তার কোচিং ক্যারিয়ারে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জয়ের পর প্রত্যাশিতভাবেই আরও অনেক সাফল্যের কাণ্ডারি হতে চেয়েছিলেন ল্যাঙ্গার। কিন্ত সিএ'র আচরণে দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি।