Connect with us

পাকিস্তান - ইংল্যান্ড সিরিজ

নিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা তহবিলে দেবেন স্টোকস


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রবল বর্ষণের কারণে হওয়া বন্যা ও ভুমি ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিশুসহ পাকিস্তানের প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। পাকিস্তানের সেই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে খেলতে যাওয়া তিন টেস্টের ম্যাচ ফি তাদের দেবেন বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

বন্যাদুর্গতদের সহায়তা করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ জার্সি পড়ে খেলেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। যেখানে জার্সির পেছনে ক্রিকেটারদের নামের ওই জায়গায় বন্যার ছাপ ছিল। এদিকে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড।

যেখানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দ্য গার্ডিয়ানের হিসেব অনুযায়ী, ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পান সর্বোচ্চ প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ৯৩ হাজার টাকা। তিন ম্যাচ হিসেব করলে প্রায় ৫৩ লাখ টাকা পাবেন স্টোকস।

নিজের পুরো এই টাকা পাকিস্তানের বন্যা তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ক্রিকেট থেকে অনেক কিছু পাওয়া স্টোকস এবার কিছুটা ফিরিয়ে দিতে চান। অভিজ্ঞ এই অলরাউন্ডার বিশ্বাস করেন, যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে এ অনুদান কাজে আসবে।

এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে স্টোকস লিখেন, ‘ঐতিহাসিক এ সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়।’

‘এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে।’

সর্বশেষ

৩০ জানুয়ারী, সোমবার, ২০২৩

'এটা একটা জঘন্য উইকেট', ম্যাচ জয়ের পর হার্দিক

৩০ জানুয়ারী, সোমবার, ২০২৩

বাভুমার সেঞ্চুরিতে প্রোটিয়াদের সিরিজ জয়

৩০ জানুয়ারী, সোমবার, ২০২৩

ছক্কাহীন ম্যাচে ভারতের কষ্টার্জিত জয়

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বুড়ো হলেও ফিটনেসে ২৫ বছরের তরুণ মালিক

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বিপিএলে খেলতে আসছেন মুজিব

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন সরফরাজ, বিশ্বাস অশ্বিনের

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে না ইংল্যান্ড, বাতিল প্রস্তুতি ম্যাচও

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

ম্যাচ জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন বার্ল

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

মন্ত্রিত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

আর্কাইভ

বিজ্ঞাপন