Connect with us

'এ' দল

বাংলাদেশ সফরে ভারত 'এ' দলের হেড কোচ কটাক


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলি-রোহিত শর্মারা আসার আগে বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল। এই দলটির দায়িত্বে আছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচ সিতানশু কটাক। তাকে সঙ্গ দেবেন আরও দুজন কোচ।

কটাকের সঙ্গে বোলিং কোচ হিসেবে থাকবেন ট্রলি কুলি। এই অস্ট্রেলিয়ান ছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে কটাককে সঙ্গ দেবেন টি দিলিপ। বর্তমানে ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচ দিলিপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বিশ্রাম পেয়েছিলেন দিলিপ। 'এ' দলের সঙ্গে সফরে এসেছেন তিনি। 'এ' দলের সিরিজ শেষ করে আবারও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন দিলিপ।

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিলেট এবং কক্সবাজারে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত 'এ' দল। টেস্টের প্রস্তুতি নিতে চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবকে বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের সঙ্গে যুক্ত করেছে ভারত। যেখানে রয়েছেন নবদীপ সাইনির মতো পরীক্ষিত পেসারও। মূলত টেস্টের প্রস্ততি নিতেই ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে পূজারা ও উমেশকে।

রিজার্ভ উইকেটরক্ষক কেএস ভরতও রয়েছেন পূজারা-উমেশদের সঙ্গে। রঞ্জিতে সবচেয়ে বেশি রান করলেও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সরফরাজ খান। তবে তাকে রাখা হয়েছে ‘এ’ দলের সঙ্গে।

২৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে ভারত। ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।

এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। প্রথম চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত এবং শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

সর্বশেষ

৩০ জানুয়ারী, সোমবার, ২০২৩

ছক্কাহীন ম্যাচে ভারতের কষ্টার্জিত জয়

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বুড়ো হলেও ফিটনেসে ২৫ বছরের তরুণ মালিক

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বিপিএলে খেলতে আসছেন মুজিব

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন সরফরাজ, বিশ্বাস অশ্বিনের

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে না ইংল্যান্ড, বাতিল প্রস্তুতি ম্যাচও

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

ম্যাচ জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন বার্ল

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

মন্ত্রিত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

হেলমেট ছুঁড়ে বিসিবির সতর্কবার্তা পেলেন শান্ত

২৮ জানুয়ারী, শনিবার, ২০২৩

মোসাদ্দেকের ভুলের অপেক্ষায় ছিলেন ইয়াসির

আর্কাইভ

বিজ্ঞাপন