বাংলাদেশ ক্রিকেট

ফরম্যাট ভেদে আলাদা কোচের পরিকল্পনা নেই বিসিবির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:19 সোমবার, 28 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ফরম্যাট ভেদে আলাদা আলাদা হেড কোচ রাখার পরিকল্পনা এখনও করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ভালো খেলার কারণে এখনই এই পরিকল্পনা করছে না বিসিবি।

সাদা এবং লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচিং স্টাফ নিয়ে দারুণ সফল ইংল্যান্ড দল। টেস্টেও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে অসাধারণভাবে সফল দলটি। আবার কোচিং প্যানেলে সম্পূর্ণ ভিন্ন সেট আপ নিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ইংল্যান্ড।

বিশ্বের অন্যান্য দলগুলো অবশ্য এখনও ইংল্যান্ডের এই পন্থা অবলম্বন করেনি। তবে এমনটা চিন্তা করছে অনেকেই। এদিকে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে আনলেও মূলত তাকে হেড কোচের ভূমিকায় রাখছে বাংলাদেশ।

শ্রীরামের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ বেড়ে যায় কিনা এই প্রশ্নের জবাব দেবে সময়। তবে এখনও ওয়ানডে ক্রিকেটে ভালো খেলার কারণে সাদা ও লাল বলে পৃথক কোচ চায় না বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এখনও ওই ধরনের কোনো চিন্তাভাবনা নেই। তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। খুবই খারাপ মানে একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নেই, এই সংস্করণে কিভাবে আমুল পরিবর্তন আনা যায় – মাইন্ডসেটে। তাতে করে যে জিতে যাব, তা নয়।'

'তবে আমাদের একটা পরিকল্পনা ছিল। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি। যেহেতু ওয়ানডেতে বাংলাদেশ দল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, তাই সেটা ভাঙার চিন্তা করিনি। যদি কখনও মনে হয় করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমরা করব।'