টি-টেন

অবশেষে অনুমতি পেলেন আমির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:49 রবিবার, 27 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টেন লিগে খেলতে বাংলা টাইগার্সের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন মোহাম্মদ আমির। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি)  না পাওয়ার কারণে দলের হয়ে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি এই পেসার।

অবশেষে আমিরকে টি-টেন লিগে খেলার অনুমতি দিয়েছে পিসিবি। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের অন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছিল পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

অনুমতি পাওয়ায় বাংলা টাইগার্সের হয়ে রবিবারই মাঠে নামতে পারবেন আমির। এ দিন তার দল নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে নর্দান ওয়ারিয়র্সের। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

বাকি দুই ম্যাচেই তাদের হারের স্বাদ পেতে হয়েছে। শেষ চারে যেতে হলে বাকি তিন ম্যাচেই তাদের জয়ের বিকল্প নেই। এরপর বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি বুলস ও ডেকান গ্ল্যাডিয়েটর্স।

এদিকে ঠিক সময়ে এনওসি না পাওয়ায় পিসিবির সমালোচনা করেছিলেন আমির। ঠিক সময়ে টি-টেনে না খেলার অনুমতি না দেয়ায় তাদের আচরণের সমালোচনা করেছিলেন তিনি।

এ প্রসঙ্গে আমির বলেছিলেন, 'পাকিস্তানের অন্য ক্রিকেটাররা এনওসি (অনাপত্তি পত্র) পেয়েছে লিগে খেলার জন্য। আমি অবাক হয়েছি আমার সঙ্গে এমন আচরণের কারণে।'