আইপিএল

আইপিএলকে 'না' বলায় কামিন্সের পাশে ম্যাকগ্রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:18 রবিবার, 27 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্যাট কামিন্স। মূলত শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অজি পেসারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গ্লেন ম্যাকগ্রা।

আগামী ১২ মাসে একশো দিনেরও বেশি মাঠে কাটাতে হবে কামিন্সের। এই ব্যস্ত সূচিই তাকে কঠিন সিদ্ধান্ত নিতে সহজ পথ করে দিয়েছে। বেশ কিছুদিন আগেই টেস্টের নেতৃত্ব পেয়েছেন কামিন্স। অ্যারন ফিঞ্চ ওয়ানডে ছেড়ে দেয়ায় এই ফরম্যাটেরও নেতৃত্বভার চলে এসেছে কামিন্সের কাঁধে।

সবমিলিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যাস্ত সময় কাটাবেন কামিন্স। তাই আইপিএলের আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাকগ্রা মনে করেন, এমন সিদ্ধান্ত তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। পরের আসরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে কামিন্স।

ম্যাকগ্রা বলেন, 'কামিন্স সেখান থেকে বেরিয়ে এসেছে এবং সে বলেছে আইপিএলের আগামী আসরে খেলবে না। এটা সাময়ীকভাবে তার জন্য খারাপ মনে হতে পারে তবে আরও শক্তিশালী হয়ে পরের আসরে ফিরে আসবে। যদি এমনটা না করতে পারেন তাহলে আপনি এমন একটা গাড়ি যাতে পুনরায় জ্বালানি ভরা যায় না।'

এদিকে অ্যাশেজ এমনিতেই লম্বা সিরিজ। ২০১৯ অ্যাশেজের পর কান্ত হয়ে পড়েছিলেন কামিন্স। এবার তাই আর কোনো ঝুঁকি নিতে চান না অস্ট্রেলিয়ার এই পেসার। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলাকেই নিজেদের লক্ষ্য হিসেবে স্থির করেছেন অজি অধিনায়ক।

তিনি বলেন, 'আইপিএলের ঠিক পরেই ছয়টি টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবো। ২০১৯ অ্যাশেজের পর আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই আমি যতটা সম্ভব চাঙ্গা থাকতে চাই।'