ভারত

'মুখে বললেও ভারত বিশ্বকাপ উপেক্ষা করতে পারবে না পাকিস্তান'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:00 রবিবার, 27 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী এশিয়া কাপ হবে পাকিস্তানের মাটিতে। তবে দেশটিতে খেলতে যেতে রাজি নয় ভারত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এমন বক্তব্যের পর ভারত বিশ্বকাপ বয়কটের হুশিয়ারি দিয়েছেন রমিজ রাজা। তবে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, ক্রীড়া বিশ্বে ভারত বড় শক্তি কেউই তাদের উপেক্ষা করতে পারে না।

এফটিপি (আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম) অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের। ভেন্যু পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে না যাওয়ার কথা অবশ্য আগে থেকে কিছুই বলেনি ভারত।

কিন্তু কিছুদিন আগে এই ব্যাপারে মুখ খোলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহ। এরপর রমিজ রাজাও বেঁকে বসেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে পাকিস্তান দলকে পাঠাতে অস্বীকৃতি জানান।

এবার বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বোঝাতে চেয়েছেন, ক্রিকেট দুনিয়ায় এখন ভারতকে উপেক্ষা করা কোনও দেশের পক্ষে সম্ভব নয়। তাই পাকিস্তানের পক্ষে ভারত বিশ্বকাপ উপেক্ষা করা সম্ভব হবে না।

অনুরাগ ঠাকুর বলেন, 'সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। ক্রীড়া বিশ্বে ভারত এখন বড় শক্তি। কোনও দেশ ভারতকে উপেক্ষা করতে পারে না।’

এদিকে জয় শাহ বা বিসিসিআই অবশ্য এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি পিসিবিকে। পুরো ব্যাপারটিই উঠে এসেছে মিডিয়ার মাধ্যমে। তবে যখন বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে আসবে, তখনই নিজেদের মতবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন রমিজ।

রমিজ বলেন, 'পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত; দেশটির ক্রিকেট বোর্ড কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি। তবে যখনই সুযোগ আসবে আমরা সেটি করব। আমাদের অবস্থান এখানে অনড়। যদি তোমরা (আসতে) চাও, আমরাও খেলতে যাব।'