বিগ ব্যাশ

অবশেষে শিরোপার দেখা পেল অ্যাডিলেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:35 শনিবার, 26 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নারী বিগ ব্যাশের সবশেষ তিন মৌসুমে দুবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি অ্যাডিলেড স্ট্রাইকার্সের। অবশেষে শিরোপার দেখা পেয়েছে তাহলিয়া ম্যাকগ্রার দল। শেষ ওভারের রোমাঞ্চে সিডনি সিক্সার্সকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী বিগ ব্যাশের ট্রফি জিতল অ্যাডিলেড। 

নর্থ সিডনি ওভালে জয়ের জন্য ১৪৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিডনি। ইনিংসের তৃতীয় ওভারে শেষ বলে সাজঘরে ফেরেন অ্যালিসা হিলি। ডার্সি ব্রাউনের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ম্যাডেলিন পেন্নার হাতে ক্যাচ দেন এই উইকেটকিপার ব্যাটার। হিলি এদিন ফিরেছেন মাত্র ১ রানে। 

থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার সুজি বেটস। দেওয়ান্দ্রা ডটিনের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা ব্রাইজেট প্যাটারসনের হাতে ক্যাচ দেন ১০ রান করা ডানহাতি এই ব্যাটার। একই ওভারে উইকেট দিয়ে ফিরেছেন অ্যাশলে গার্ডনার। ডটিনের স্লোয়ার ডেলিভারি বুঝতেই পারেননি তিনি। 

ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে পেন্নার হাতে ক্যাচ দিয়ে ফেরেন গার্ডনার। পরের ওভারে আউট হয়েছেন এরিন বার্নস। জেমা বার্সবির বলে স্টাম্পিং হয়ে মাত্র ১ রানে সাজঘরে ফিরেছেন তিনি। তাতে পাওয়ার প্লেতে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিডনি।

এরপর অবশ্য নিকোল বোল্টনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অ্যালিস পেরি। তারা তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান। ২৭ বলে ৩২ রান করা বোল্টন ফিরলে ভাঙে তাদের দুজনের জুটি। ম্যাকগ্রার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। বোল্টন আউট হওয়ার পর ফিরেছেন পেরিও। ব্রাউনের নাকল বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

সিডনির অধিনায়ক এদিন আউট হয়েছেন ৩২ বলে ৩৩ রানের ইনিংস খেলে। শেষ দিকে হারের ব্যবধান কমিয়েছেন মাইটলান ব্রাউন। ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেললেও শেষ ওভারের  ২৩ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। সিডনি অল আউট হয় ১৩৭ রানে। অ্যাডিলেডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডটিন ও ব্রাউন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানের পুঁজি পায় অ্যাডিলেড। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ডটিন। এ ছাড়া কেটি ম্যাক ৩১ এবং ম্যাকগ্রার ব্যাট থেকে এসেছে ২৪ রান। সিডনির হয়ে দুটি উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন।