Connect with us

ভারতীয় ক্রিকেট

বিদেশি কোচরা ভারতের ক্রিকেট নষ্ট করেছে: গম্ভীর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিদেশি কোচরা ভারতের ক্রিকেটকে নষ্ট করেছে বলে দাবি করেছেন গৌতম গম্ভীর। ভারতে ক্রিকেটে যেসব উন্নতি হয়েছে সবকিছুর পেছনেই তিনি দেশি কোচদের কৃতিত্ব দেখছেন। এর উদাহরণ দিতে গিয়ে লাল চাঁদ রাজপুতের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি তুলে ধরেছেন তিনি।

একই কোচের অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজও জিতেছিল ভারত। যদিও অর্জনের কথা বলতে গেলে সবাই গ্যারি কারস্টেনের অধীনে ওয়ানডে বিশ্বকাপ জয়কেই সামনে নিয়ে আসেন। মূলত এ কারণেই চটেছেন ভারতীয় সাবেক ওপেনার।

গম্ভীর বলেন, 'হ্যা আমরা বিদেশি কোচ চাই না আমাদের দলের জন্য। তারা শুধু আমাদের ক্রিকেট ও দলকে নষ্ট করেছে। ভারতের কোচদের নিয়ে কি সমস্যা হয়েছে? তারা কি ভুল করেছে? আমরা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি লাল চাঁদ রাজপুতের অধীনে।'

তিনি যোগ করেন, 'আমরা অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজও জিতে ছিলাম একই কোচের অধীনে। কিন্তু আমরা কি মনে রেখেছি ২০১১ বিশ্বকাপ জয় এবং সেটা গ্যারি কারস্টেনের অধীনে। ডানকান ফ্লেচার এবং জন রাইট কি করেছে? আমাদের স্থানীয় ক্রিকেটার ও কোচদের ওপর ভরসা রাখতে হবে।'

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ অবদান ছিল গম্ভীরের। তবে এসব অর্জনে বোলারদেরও কৃতিত্বের কমতি দেখছেন না তিনি। বিশেষ করে জহির খান ও হরভজন সিংয়ের নাম উল্লেখ্য করেছেন সাবেক বাঁহাতি ব্যাটার।

সাবেক সতীর্থদের অবদানের কথা স্মরণ করে গম্ভীর বলেন, 'কেন আমরা সবসময় ক্রিকেটারদের বিশ্বকাপ ফাইনালে ৯৭ ও ৯১ রানের ইনিংস মনে রাখি? জহির খান ও হরভজন সিং ভারতের জয়ে অনেক বড় অবদান রেখে এবং তাদের অবদানও ব্যাটারদের সমান। তাদেরকেও আমাদের মনে রাখা উচিত।'

সর্বশেষ

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বুড়ো হলেও ফিটনেসে ২৫ বছরের তরুণ মালিক

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

বিপিএলে খেলতে আসছেন মুজিব

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

নির্বাচকদের তাঁতিয়ে দিয়েছেন সরফরাজ, বিশ্বাস অশ্বিনের

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে না ইংল্যান্ড, বাতিল প্রস্তুতি ম্যাচও

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

ম্যাচ জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন বার্ল

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

মন্ত্রিত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

২৯ জানুয়ারী, রবিবার, ২০২৩

হেলমেট ছুঁড়ে বিসিবির সতর্কবার্তা পেলেন শান্ত

২৮ জানুয়ারী, শনিবার, ২০২৩

মোসাদ্দেকের ভুলের অপেক্ষায় ছিলেন ইয়াসির

২৮ জানুয়ারী, শনিবার, ২০২৩

মাশরাফির শততম ম্যাচ রাঙালেন শান্ত-বার্লরা

আর্কাইভ

বিজ্ঞাপন