পাকিস্তান ক্রিকেট

ভারত আমাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজন করুক: রমিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 শনিবার, 26 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

'ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান'- পুরানো হুঙ্কার নতুনভাবে দিলেন রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির মতে, পাকিস্তান অংশ না নিলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপও রঙ হারাবে।

এফটিপি (আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম) অনুযায়ী ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের। ভেন্যু পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে না যাওয়ার কথা অবশ্য আগে থেকে কিছুই বলেনি ভারত।

কিন্তু কিছুদিন আগে এই ব্যাপারে মুখ খোলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহ। এরপর রমিজ রাজাও বেঁকে বসেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে পাকিস্তান দলকে পাঠাতে অস্বীকৃতি জানান।

সেই কথার খেই ধরে আবারও বলেন, 'আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে, তাহলে সেটি কে দেখবে? এ বিষয়ে আমাদের অবস্থান অনড়। তারা যদি আসে, তাহলে আমরাও যাব। যদি তারা না আসে, তাহলে তাদের তা করতে দিন। বিশ্বকাপ আমাদের ছাড়া হবে।'

জয় শাহ বা বিসিসিআই অবশ্য এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি পিসিবিকে। পুরো ব্যাপারটিই উঠে এসেছে মিডিয়ার মাধ্যমে। তবে যখন বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে আসবে, তখনই নিজেদের মতবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন রমিজ।

তিনি আরও বলেন, 'পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত; দেশটির ক্রিকেট বোর্ড কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি। তবে যখনই সুযোগ আসবে আমরা সেটি করব। আমাদের অবস্থান এখানে অনড়। যদি তোমরা (আসতে) চাও, আমরাও খেলতে যাব।'