বিগ ব্যাশ

বিগ ব্যাশে লিভিংস্টোনের বদলি গাপটিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 শুক্রবার, 25 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সফরে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। যে কারণে  বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেন এই স্পিন অলরাউন্ডার। লিভিংস্টোননের বদলি হিসেবে মার্টিন গাপটিলকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও ম্যাচ পাননি গাপটিল। তার জায়গায় খেলানো হয়েছে ফিন অ্যালেনকে। বিশ্বকাপে ম্যাচ না পেলেও ২০ ওভারের ক্রিকেটে ডানহাতি এই ওপেনারের ব্যাটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে অবসর না নিলেও নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রী চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন গাপটিল।

মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার স্বাধীনতা পেতেই এমন সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই ব্যাটার। দলটির হয়ে ১০ ম্যাচ খেলতে দেখা যাবে তাকে। ক্রিসমাসের পরে দলের সঙ্গে যোগ দেবেন গাপটিল। রেনেগেডসের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গাপটিল বলেন, ‘আমি রেনেগেডসে যোগ দিতে পেরে রোমাঞ্চিত এবং এই মৌসুমে বিগ ব্যাশের অংশ হওয়ার অপেক্ষায় আছি। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, আমি রেনেগেসডদের মইয়ের উপরে উঠতে এবং দলের সাফল্যের জন্য যতটা সম্ভব রান করার চেষ্টা করব।’

‘আমি কয়েক বছর ধরে আন্তর্জাতিক সার্কিটে কিছু লোকের সঙ্গে পথ অতিক্রম করেছি এবং জানি যে এটি একটি দুর্দান্ত দলের পরিবেশ হবে। আমি ক্রিসমাসের পরে দলের সাথে যোগ দিতে এবং মার্ভেল স্টেডিয়ামে [ডকল্যান্ডস] এবং জিলং-এ প্রচুর রেনেগেডস ভক্তদের সামনে খেলার জন্য অপেক্ষা করতে পারি না।’

গাপটিলের আগেই অবশ্য কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার অনুরোধ করেন বাঁহাতি এই পেসার। তার অনুরোধও রেখেছে এনজেডসি। বিগ ব্যাশের এবারের আসরে মেলবোর্ন স্টারসের হয়ে খেলতে দেখা যাবে তাকে।