বাংলাদেশ

ভারতের বিপক্ষে জায়গা হয়নি শরিফুল-মোসাদ্দেকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:58 বৃহস্পতিবার, 24 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠের এই সিরিজে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ সিরিজে খেলা তাইজুল ইসলামও।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাক্তিগত কারণে ছুটিতে ছিলেন সাকিব আল হাসান। তবে এই সিরিজ দিয়ে আবারও ওয়ানডে দলে ফিরেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। 

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে আছেন ইয়াসির আলী রাব্বি। এমন পারফরম্যান্সের পুরস্কারও পেলেন এই মিডোল অর্ডার ব্যাটার। ভারতের বিপক্ষে সিরিজে সুযোগ মিলেছে তার।

আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আর ৭ ডিসেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানোডে ম্যাচ। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ১০ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।