Connect with us

আইপিএল

আইপিএলের নিলাম নিয়ে ভাবছেন না উইলিয়ামসন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে তারা নামি দামি অনেক ক্রিকেটারকেই দল থেকে ছেঁটে ফেলেছে। এরই অংশ হিসেবে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে গত কয়েক আসরের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল। এবারের নিলাম কোন দল তাকে দলে ভেড়াবেন, সেটা অবশ্য বুঝতে পারছেন না উইলিয়ামসনও।

উইলিয়ামসনের পাশাপাশি নিকোলাস পুরান, শন অ্যাবটদেরও বাদ দিয়েছে হায়দরাবাদ। দল থেকে বাদ পড়ার পর উইলিয়ামসন তাৎক্ষণিকভাবে জানিয়েছিলেন, তিনি মোটেও অবাক হননি এমন সিদ্ধান্তে। এবার জানালেন, নিলামেও খুব একটা নজর নেই তার।

কিউই অধিনায়ক বলেন, 'নিলামের ব্যাপারে যেটা বলব, আমাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এটা আমার ওপর নির্ভর করে না। সবাই যার যার দল নিয়ে সিদ্ধান্ত নেবে এবং সেভাবে এগিয়ে যাবে। এভাবেই নিলাম হয়।'

উইলিয়ামসন সর্বশেষ ৮ বছর ধরে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ৩৬.২২ গড়ে ১২৬.০৩ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ১০১ রান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ৭৬ ম্যাচের মধ্যে ৪৬টিতেই তিনি অধিনায়ক ছিলেন। ২০২১ সালে ডেভিড ওয়ার্নার নেতৃত্ব ছেড়ে দিলে দায়িত্ব পান উইলিয়ামসন।

শুধু উইলিয়ামসনই নন আইপিএলের নতুন আসরের আগে ১৪ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। ফলে নতুন করে দল সাজাতে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে দলটি। হায়দরাবাদের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন উইলিয়ামসন। যার মূল্য ছিল ১৪ কোটি রুপি।

এ ছাড়া নিকোলাস পুরানকে ছেড়ে দেয়ায় ফ্র্যাঞ্চাইজিটি হাতে পেয়েছে ১০.৭৫ কোটি রুপি। সব মিলিয়ে নিলামে দলটি ৪২ কোটি ২৫ লাখ রুপি খরচ করতে পারবে। যা আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ। তারা সর্বোচ্চ ১৩ জন নতুন ক্রিকেটার কিনতে পারবে নিলাম থেকে।

সর্বশেষ

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ল্যাঙ্গারকে নিয়ে মুখ খুললেন স্টার্ক

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার নেতৃত্বে চান ম্যাকগ্রা

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ইব্রাহিমের সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ভারত আমাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজন করুক: রমিজ

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

রাওয়ালপিন্ডিতে অনিশ্চিত উড

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

'বিশ্বকাপ জিততে হলে, আইপিএল ছাড়ো'

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

মিঠুনের নেতৃত্বে ভারতের বিপক্ষে খেলবেন মুমিনুল-মোসাদ্দেকরা

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

বিগ ব্যাশে লিভিংস্টোনের বদলি গাপটিল

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

লাথামের সেঞ্চুরিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড

২৫ নভেম্বর, শুক্রবার, ২০২২

গল টেস্টের তদন্তে নামছে আকসু

আর্কাইভ

বিজ্ঞাপন