বিপিএল

বিপিএলে শুরু থেকেই খেলবেন আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:27 বৃহস্পতিবার, 24 নভেম্বর, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুর চোটে পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। এই চোটের কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই খেলবেন আফ্রিদি।

বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক কর্মকর্তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিক্যাল টিমের সাথে নিয়মিতই যোগাযোগ রাখছে কুমিল্লা। আর সেখান থেকেই আফ্রিদির ব্যাপারে জানতে পেরেছে তারা।

ক্রিকফ্রেঞ্জিকে সেই কর্মকর্তা বলেন, 'পিসিবির মেডিক্যাল টিমের সাথে নিয়মিত যোগাযোগ করছি আমরা। আফ্রিদি সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগবে। আশা করছি বিপিএলে শুরু থেকেই হয়তো তাকে পাব।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন আফ্রিদি। এই সময় এশিয়া কাপ ও বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি তিনি।

এরপর বিশ্বকাপ দিয়ে আবারও প্রত্যাবর্তন করেন এই তারকা পেসার। শুরুতে ছন্দে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ১৪ রানে তিনটি, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ রানে ৩টি ও ফাইনালে ২.১ ওভার বোলিং করে ১৩ রানে একটি উইকেট নিয়েছিলেন আফ্রিদি।

বিশ্বকাপ ফাইনালে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পান আফ্রিদি। এরপর মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। যদিও আবারও বল হাতে ফিরে মাত্র এক বল করতে পারেন তিনি।