বাংলাদেশ - ভারত সিরিজ

বাংলাদেশ সফরের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:05 বুধবার, 23 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলি-রোহিত শর্মারা আসার আগে বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল। সিলেট এবং কক্সবাজারে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ সফরের জন্য ভারত ‘এ’ দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

টেস্টের প্রস্তুতি নিতে চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবকে বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের সঙ্গে যুক্ত করেছে ভারত। যেখানে রয়েছেন নবদীপ সাইনির মতো পরীক্ষিত পেসারও। মূলত টেস্টের প্রস্ততি নিতেই ‘এ’ দলের সঙ্গে পাঠানো হচ্ছে পূজারা ও উমেশকে।

রিজার্ভ উইকেটকিপার কেএস ভরতও রয়েছেন পূজারা-উমেশদের সঙ্গে। রঞ্জিতে সবচেয়ে বেশি রান করলেও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সরফরাজ খান। তবে তাকে রাখা হয়েছে ‘এ’ দলের সঙ্গে। কক্সবাজার এবং সিলেটে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটাররা।

২৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।

ভারত ‘এ’ দলের স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন, রোহান কনুম্মাল, ইয়াশভি জয়সওয়াল, ইয়াশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, কেএস ভরত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, আতিত শেঠ, চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদব।