শ্রীলঙ্কা ক্রিকেট

এক বছর নিষিদ্ধ করুনারত্নে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:44 বুধবার, 23 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ।।

শ্রীলঙ্কা ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের দায়ে এক বছর নিষিদ্ধ করা হয়েছে অলরাউন্ডার চামিকা করুনারত্নেকে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে।

এরই মধ্যে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেখান থেকে জানা গেছে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এসএলসির আচরণ বিধি ভঙ্গ করেছিলেন করুনারত্নে।

এই অলরাউন্ডার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মেনে নিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে তদন্ত কমিটি। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য তাকে সতর্ক করে দেয়া হয়েছে।

নিষিদ্ধ হওয়ার সঙ্গে তাকে জরিমানা গুনতে হবে ৫ হাজার ডলারও। শ্রীলঙ্কার স্পোর্টস মিনিস্টার রোশান রানাসিংহে এরই মধ্যে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার জন্য।

ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌছেছে আফগানিস্তান দল। আগামী ২৫ নভেম্বর শুরু হবে দুই দলের এই সিরিজটি। শ্রীলঙ্কার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে শ্রীলঙ্কার ওয়ানডে দল নিয়ে বিতর্ক রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম না করা অনেক ক্রিকেটার বাদ পড়তে পারেন। সম্ভাব্য স্কোয়াড শ্রীলঙ্কার স্পোর্টস মিনিস্টারের কাছে গেলেও তিনি এখনও তা অনুমতি দেননি।