র‍্যাঙ্কিং

নিউজিল্যান্ডের কাছে শীর্ষস্থান হারালো ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 বুধবার, 23 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের র‍্যাঙ্কিংয়েও। অজিদের বিপক্ষে ৩-০ ব্যাবধানে সিরিজ হারের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারিয়েছে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ১১৯ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষস্থানে ছিল ইংল্যান্ড। এই সিরিজে টানা তিন ম্যাচ হারার ফলে আগের রেটিং পয়েন্ট থেকে ৬ পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। যার ফলে বর্তমানে ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড।

এই সিরিজের আগে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল ১১৪। তাদের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে ছিল ইংল্যান্ড। কিন্তু ইংলিশরা ৬ পয়েন্ট হারানোয় কোনো ম্যাচ না খেলেই ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কিউইরা।

এদিকে ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়া। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে অজিদের অবস্থান এখন চতুর্থ। তারা পেছনে ফেলেছে পাকিস্তানকে। ১০৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম স্থানে।

এদিকে ইংলিশদের সমান ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। শীর্ষ পাঁচে একমাত্র ভারত ছাড়া সবারই পরিবর্তন এসেছে। ১১২ পয়েন্ট নিয়ে আগেও ভারতের অবস্থানে ছিল তৃতীয়। 

১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সাউথ আফ্রিকা। আর ৯২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। একই পয়েন্ট নিয়ে অস্টম স্থানে আছে শ্রীলঙ্কা। এরপরে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান।