বাংলাদেশ- ভারত সিরিজ

বাংলাদেশ সফরে অনিশ্চিত জাদেজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:18 বুধবার, 23 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসেই ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। এই সিরিজের জন্য ভারতের ঘোষিত দলে ছিলেন রবীন্দ্র জাদেজা। তবে ইনজুরির কারণে এই সিরিজটিতে নাও খেলতে পারেন তিনি।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ প্রকাশ করেছে এমনটাই। জানা গেছে, ইনজুরি থেকে মোটামুটি সেরে উঠলেও পুরোপুরি ফিট নন জাদেজা। আর তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা।

গত ৩১ আগস্ট হংকংয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলে খেলেন জাদেজা। তারপরই পড়েন ডান হাঁটুর ইনজুরিতে। এই ইনজুরির কারণে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।

জাদেজার ইনজুরি প্রসঙ্গে বিসিসিআই তখন বলেছে, ‘জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করবে। সে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে, এই মুহূর্তে তা কেউই বলতে পারবে না।’

এদিকে আসন্ন এই সিরিজকে সামনে রেখেই আগেই সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত।

সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। একই বছর সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল ভারত। একমাত্র সাদা পোশাকের ম্যাচটি বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছিল। বাংলাদেশ-ভারতের এবারের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।