আইপিএল

পিছিয়ে যেতে পারে আইপিএলের নিলাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:31 মঙ্গলবার, 22 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম। যদিও এই নিলাম স্থগিতের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আবেদন করার পরিকল্পনা করেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।

মূলত ক্রিসমাসের ছুটির কারণে নির্ধারিত সময়ে ভারতের পৌঁছাতে পারবেন না দলগুলোর সঙ্গে যুক্ত বিদেশি কর্মীরা। তাদের ছাড়া তাই নিলামের টেবিলে বসছে চাইছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এ কারণেই নিলামের সময় পিছিয়ে দেয়ার পক্ষে একমত হয়েছে তারা।

এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো আবেদন করেনি দলগুলো। খুব দ্রুতই তারা বিসিসিআইকে চিঠি দেবে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এবারের আসরে থাকছে না মেগা নিলাম। এর পরিবর্তে একদিনে মিনি নিলামের আয়োজন করবে বিসিসিআই।

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ১০টি দল ১৬৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে এবং ৮৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। যার মধ্যে রয়েছেন অনেক জনপ্রিয় ক্রিকেটাররাও। এই ক্রিকেটাররাও নিলামে অংশ নিতে পারবেন।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১১ মৌসুম খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ দিয়েছে গত কয়েক আসরে তাদের অধিনায়কত্ব করা কেন উইলিয়ামসনকে।

সবচেয়ে বেশি ক্রিকেটার ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ১৩ ক্রিকেটার ছেড়ে দিয়ে নিলামের আগে নিজেদের আর্থিক শক্তি বাড়িয়েছে। এ ছাড়া অন্য দলগুলোর মধ্যে পাঞ্জাব কিংস ধরে রাখেনি মায়াঙ্ক আগারওয়ালকে। হায়দরাবাদ ছেড়ে দিয়েছে উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানকেও।