বিসিএল

রাব্বির আক্ষেপের পর নর্থের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 মঙ্গলবার, 22 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিকেএসপির স্লো উইকেটে রান তুলতে বেশ ভুগেছেন দুই দলের ব্যাটাররাই। একমাত্র ব্যাতিক্রম ছিলেন ফজলে মাহমুদ রাব্বি। লম্বা সময় উইকেটে থেকে সাবলীল ব্যাটিং করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার ৯০ রানের ইনিংসে ভর করেই ইস্ট জোনকে ৬১ রানে হারিয়েছে নর্থ জোন। 

২১৭ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে শুরু থেকেই পথহারা ইস্ট জোন। এর শুরুটা তামিমকে দিয়ে। বিতর্কিত এক সিদ্ধান্তে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার। এরপর ইমরুল কায়েসও দ্রুতই ফিরেছেন। ৫ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি তিনি।

আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম যতক্ষণ উইকেটে ছিলেন পুরোটা সময় নিজের সঙ্গেই লড়েছেন। ১৯ বল খেলে তিনি সাজঘরে ফিরেছেন মাত্র ১ রান করে। অবশ্য এই উকেটে ব্যাটিং করাটা খুব একটা সহজ ছিল না। 

এরপর আফিফ হোসেন ধ্রুব-ইয়াসির আলি চৌধুরীরা চেষ্টা করেছেন কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। আফিফের ব্যাট থেকে এসেছে ২৬ রান আর ইয়াসির সাজঘরে ফিরেছেন ৪১ রান করে। 

শেষ পর্যন্ত ১৫৫ রানে অলআউট হয়েছে ইস্ট জোন। নর্থ জোনের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শামিম পাটোয়ারী। এই অলরাউন্ডার ২৫ রানে শিকার করেছেন ৩ উইকেট। তাছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল এবং শফিকুল ইসলাম।

এর আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি নর্থ জোন। তানজিদ তামিম, লিটন দাস কিংবা শাহাদাত দিপু তাদের কেউই রান পায়নি। টপ অর্ডার ব্যার্থার দিনে একাই লড়াই করেছেন রাব্বি। তার ৯০ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে নর্থ জোন।