টি-টেন

টি-টেন লিগ আয়োজন করছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:52 সোমবার, 21 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতের হাত ধরে বিশ্ব জোড়া জনপ্রিয়তা পেয়েছে টি-টেন ক্রিকেট। এবার নতুন টি-টেন লিগ নিয়ে আসতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে পর্দা উঠতে পারে এই নতুন টুর্নামেন্টের। প্রাথমিকভাবে টুর্নামেন্টের নাম ঠিক করা হয়েছে 'লঙ্কা টি-টেন লিগ'।

শ্রীলঙ্কা একই সঙ্গে ছেলে ও মেয়েদের লিগ একই সঙ্গে শুরু করতে চলেছে। লঙ্কা টি-টেন লিগের প্রথম আসরে ছেলেদের ছয়টি দল অংশ নেবে।

আর মেয়েদের টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়ার কথা রয়েছে। প্রতিটি দলের স্কোয়াড হবে ১৬ দলের। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে।

কেন্ডি আর হাম্বানটোটায় অনুষ্ঠিত হতে পারে ছেলে ও মেয়েদের টুর্নামেন্টের পুরো আসর। ১২ দিনের মধ্যেই টুর্নামেন্টটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।

ভবিষ্যতে টি-টেন লিগের আসর ডিসেম্বরে আর লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর অনুষ্ঠিত হবে আগস্টের উইন্ডোতে। আইসিসির প্রথম পূর্ণ সদস্যের দেশ হিসেবে টি-টেন লিগে চালু করতে যাচ্ছে শ্রীলঙ্কা।