ক্রিকেট অস্ট্রেলিয়া

টেস্ট ক্রিকেটকেই পছন্দের শীর্ষে রাখছেন স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:03 রবিবার, 20 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা পোশাকের ক্রিকেট ক্যারিয়ারকে লম্বা করতে শেষ পর্যন্ত রঙিন পোশাককে বিদায় জানাতে পারেন মিচেল স্টার্ক। অবশ্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশাও প্রকাশ করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার এই পেসার জানিয়েছেন তার পছন্দের শীর্ষে সবসময়ই টেস্ট ক্রিকেট।

অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের দলেই নিয়মিত স্টার্ক। নিয়মিত নতুন বলে বল করেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ের ব্যস্ত সূচির কারণে তিন ফরম্যাটে খেলাই তার জন্য কঠিন হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে স্টার্ক বলেন, 'টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম পছন্দ। সাদা বলের ক্রিকেটের চেয়ে সবসময়ই উপরের দিকে থাকবে (টেস্ট ক্রিকেট)। যখন সময় হবে আমার শরীর কেমন আছে এবং আমি কেমন অনুভব করছি তা ভেবে সিদ্ধান্ত নেব। আমি ফর্ম ধরে রাখতে চাই এবং যতদিন পারে টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবো।'

স্টার্ক মনে করেন যেকোনো ক্রিকেটারের জন্যই তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন কাজ হয়ে পড়েছে। এই অজি পেসারের ভাষ্য, 'তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে এই মুহূর্তে সব ম্যাচে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান সময়ে যেভাবে সূচি নির্ধারণ হয়েছে সেভাবে নয়।'

গতি ধরে রাখতে যেকোনো একটি ফরম্যাটে খেলা বেঁছে নেয়ার বিকল্প দেখছেন না স্টার্ক। তিনি বলেন, 'আমার মনে হয় পর্যাপ্ত বিশ্রাম আমাকে গতি ধরে রেখে বোলিং করতে সহায়তা করবে। আমার মনে হয় না তিন ফরম্যাটে খেলে আমি খুব বেশিদূর এগোতে পারবো।'

ব্যস্ত সূচির কারণে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন দল খেলানোর সম্ভাবনা বাড়বে বলেও মনে করছেন তিনি। স্টার্ক বলেন,  'আমরা গত কয়েক বছর ধরে দেখেছি কখনও কখনও দুটি অস্ট্রেলিয়ান দল একই সময়ে দুটি ভিন্ন দেশে বিভিন্ন ফরম্যাটে খেলছে। তারা বিরতি দেখে যেকোনো একটি সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েছে।'