ভারতীয় ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:37 শনিবার, 19 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ভারত। তবে বড় আসরে শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বরখাস্ত করার খবর প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যদিও তাদের নিয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। তবে ৫ সদস্যের নতুন নির্বাচক কমিটির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

২০২০ সালে ভারতের নির্বাচক কমিটির দায়িত্ব পান চেতন, সুনিল জোশি, হারভিন্দর সিং ও দেবাশিস মোহান্তি। তাদের অধীনে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেলেও বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে পারেননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যে কারণে সরিয়ে দেয়া হয়েছে চেতনের কমিটিকে।

এদিকে বিসিসিআইয়ের চাওয়া বিজ্ঞপ্তিতে ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। কমপক্ষে ৫ বছর আগে অবসর নিয়েছেন এবং বোর্ডের কোন ক্রিকেট কমিটিতে ৫ বছর কাজ করেননি এমন সাবেক ক্রিকেটাররাই কেবল আবেদন করতে পারবেন। 

সেই সঙ্গে পূরণ করতে হবে আরও কয়েকটি শর্ত। ভারতের হয়ে সাতটি টেস্ট ম্যাচ বা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ বা ১০টি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এমন সাবেক ক্রিকেটারদের জন্য আবেদনের দরজা খোলা রেখেছে বিসিসিআই।