নিউজিল্যান্ড ক্রিকেট

তিন ফরম্যাটেই খেলে যেতে চান উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 বুধবার, 16 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কেন উইলিয়ামসনের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগামী আসরের নিলামের জন্য উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে না হারানোর দিনে উইলিয়ামসন জানালেন, জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলে যেতে চান তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানরুপ ফলাফল আনতে পারেনি নিউজিল্যান্ড। দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে আসর থেকে বাদ পড়ে তারা। আসরজুড়ে সেভাবে পারফর্ম করতে পারেননি উইলিয়ামসন।

ধারণা করা হচ্ছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে এই ফরম্যাট থেকেই হয়তো সরে দাঁড়াবেন উইলিয়ামসন। কিন্তু এমন কোনো ভাবনাই নেই তার মধ্যে। এর মাঝে আইপিএলে হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ভাবনায় পরিবর্তন আসেনি তার।

উইলিয়ামসন বলেন, 'হ্যাঁ, আমি সব ফরম্যাটের ক্রিকেট খেলতেই ভালোবাসি। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ সেটা আমি উপভোগ করি। তবে এটাও বলব, তিন ফরম্যাটে স্ট্রাইকের মধ্যে সামঞ্জস্য আনাও জরুরী। এটাও গুরুত্বপূর্ণ।'

'এই জায়গাতে সবার জন্যই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। কিছু ক্রিকেটার এমনও আছে যারা লম্বা সময় ধরে এসব নিয়ন্ত্রণ করে খেলছে। এই দিকটায় আপনার পরিষ্কার ধারণা থাকা জরুরী। সতেজ থাকা জরুরী, যাতে করে দলের যা প্রয়োজন সেটা দিতে আপনি মুখিয়ে থাকেন।'

উইলিয়ামসন হায়দরাবাদে যোগ দেন ২০১৫ সালে। আইপিএলে কেবল তাদের হয়েই খেলে আসছেন তিনি। দলটির হয়ে মোট ৭৬টি ম্যাচ খেলেন এই কিউই তারকা। এর মাঝে ৪৬টি ম্যাচে দলটিকে নেতৃত্ব দেন তিনি। দলটির হয়ে ১৮টি হাফ সেঞ্চুরি, ৩৬.২২ গড় ও ১২৬.০৩ স্ট্রাইক রেটে দুই হাজার ১০১ রান করেন উইলিয়ামসন।