ভারতীয় ক্রিকেট

ভারতকে লাল ও সাদা বলে ভিন্ন দলের প্রস্তাব দিলেন কুম্বলে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:28 সোমবার, 14 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে বাদ পড়তে হয়েছে ভারতকে। ভারতের এই ব্যর্থতার পর অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ভারতীয় দলে পরিবর্তনের ডাক দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে লাল ও সাদা বলের ক্রিকেটে ভিন্ন দল খেলানোর প্রস্তাব দিয়েছেন।

নিজের কথার প্রেক্ষিতে ব্যাখ্যাও দিয়েছেন এই স্পিন কিংবদন্তি। সীমিত ওভারের ক্রিকেটে খেলানো উচিত বিশেষজ্ঞ ক্রিকেটারদের। তাহলে ক্রিকেটাররা নিজেদের ভূমিকা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে কুম্বলে বলেন, 'দলকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। টি-টোয়েন্টির জন্য ছোট ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। তাহলে ক্রিকেটাররাও নিজেদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হবে।'

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বেশ আগে থেকেই সেই পথে হাটছে। বিশেষ করে ইংল্যান্ড লাল বল ও সাদা বলের জন্য পৃথক কোচও নিয়োগ দিয়েছে। সাফল্যের প্রমাণ হিসেবে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে।

তাদের কাছ থেকেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) শেখার পরামর্শ দিয়েছেন কুম্বলে। সেই সঙ্গে অলরাউন্ডার নির্ভর দল সাজাতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আদর্শ মানার কথা বলেছেন তিনি।

কুম্বলের ভাষ্য, 'ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেখে ভারতের শেখা উচিত। তারা যেভাবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ওপর জোর দিয়েছে সেটা ভারতেরও করা উচিত। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সাত নম্বরে ব্যাট করতে নামছে। এতো নিচে তার মানের ব্যাটার অন্য কোনো দলে নেই। মার্কাস স্টইনিসও অস্ট্রেলিয়ার হয়ে ছ’নম্বরে নামে। এ রকম দল ভারতকেও তৈরি করতে হবে। অলরাউন্ডারের দিকে নজর দিতে হবে।'

লাল ও সাদা বলের ভিন্ন দল খেলানোর পরামর্শ দিয়ে কুম্বলে বলেন, 'আমার মনে হয়ে ভবিষ্যতে সব দলকেই এটা করতে হবে। আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। ইংল্যান্ড ইতোমধ্যেই সেই কাজ অনেকটা করে ফেলেছে। এর ফলও পাচ্ছে। বাকি দলগুলিকেও তাদের কাছ থেকে শিখতে হবে।'