সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ

দুই বছর পর প্রোটিয়া দলে ডি ব্রুইন, ফিরলেন ডাসেন-মহারাজও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:16 সোমবার, 14 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। আসন্ন এই সিরিজের দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার থিউনিস ডি ব্রুইন।

ডানহাতি এই ব্যাটার দুই বছর আগে ভারতের বিপক্ষে রাঁচিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে। এদিকে প্রোটিয়া দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি।

২২ বছরের এই তরুণ প্রথম শ্রেনির ক্রিকেটে ১৪ ম্যাচে ২৮.৮২ গড়ে নিয়েছেন ৪০ উইকেট। তার ইনিংস সেরা পরিসংখ্যান হলো ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট।

আগামী ১৭ ডিসেম্বর গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে সাউথ আফ্রিকা। এদিকে ১২ টেস্ট খেলা ডি ব্রুইন সাউথ আফ্রিকার ঘরোয়া লিগে দারুণ খেলে দলে ফিরেছেন।

সর্বশেষ চারদিনের টুর্নামেন্টে ৪১.৮৩ গড়ে রান করেছেন তিনি। ফাইনালে ১৪৩ রানের দারুণ এক ইনিংসে নির্বাচকদের নজর কেড়েছেন এই ক্রিকেটার।

এই সিরিজ দিয়ে মাঠে ফিরছেন  আরেক প্রোটিয়া ব্যাটার রসি ভ্যান ডার ডাসেন। তিনি আঙুলের ইনজুরির কারনে সর্বশেষ ইংল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি।

চোট কাটিয়ে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার কেশভ মহারাজও। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিট হতে না পারায় কিগান পিটারসেনকে ছাড়াই অস্ট্রেলিয়া যাচ্ছে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকা স্কোয়াড-

ডিন এলগার, টেম্বা বাভুমা, জেরাল্ড কয়েটজি, থিউনিস ডি ব্রুইন, সারেল আরউই, সাইমন হার্মার, মার্কো জানসেন, হ্যানরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, গ্লেন্টন স্টুরম্যান, রসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরাইনে ও খায়া জান্ডো।