সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না পিটারসেনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:33 বৃহস্পতিবার, 10 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার ব্যাটার কিগান পিটারসেন। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

সিএসএ টি-টোয়েন্টির ফাইনালে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। জানা গেছে এই চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে তার। 

২০২১ সালে অভিষেকের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো সফর থেকে ছিটকে গেছেন পিটারসেন। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার কারণে নিউজিল্যান্ড সফর মিস করেছিলেন তিনি।

কেশভ মহারাজকে নিয়েও চিন্তায় রয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি গ্রোয়িন ইনজুরিতে পড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে খেলার সময় রান নিতে গিয়ে এই চোটে পড়েন তিনি।

যদিও এই সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী সিএসএ। মূলত এ কারণেই দল ঘোষণা করতে দেরি হচ্ছে প্রোটিয়াদের। আগামী সপ্তাহের মধ্যে তাদের দল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া সফর। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ম্যাচগুলো হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৭ জানুয়ারি।