Connect with us

অস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে প্রথমবার চন্দরপল, ফিরলেন চেজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের বিশ্বকাপ শেষ হওয়ার পর আবারও অস্ট্রেলিয়াতে যাচ্ছে নিকোলাস পুরানরা। যেখানে অজিদের সঙ্গে দুটি টেস্ট খেলবে ক্যারিবিয়ানরা।

অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। যেখানে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন ত্যাগনারাইন চন্দরপল। ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রস্টন চেজ এবং মিডল অর্ডার ব্যাটার শামাহ ব্রুকসকে।

ওয়েস্ট ইন্ডিজের চারদিনের চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছেন চন্দরপল। ৭৩.১৬ গড়ে ৫ ম্যাচে ৪৩৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করা তরুণ এই ব্যাটারের দুটি সেঞ্চুরিও রয়েছে। এর আগে সেন্ট লুসিয়াতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি।

বছরখানেক ধরেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই চেজ। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয় জার্সিতে সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়া সফর দিয়ে বছরখানেক পর দলে ফেরানো হয়েছে তাকে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১০ নভেম্বর অস্ট্রেলিয়াতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ নভেম্বর পার্থে প্রথম টেস্ট ্ এবং ৮ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যার্থওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, শামাহ ব্রুকস, ত্যাগনারাইন চন্দরপল, রস্টন চেজ, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপস, রেইমন রেইফার, কেমার রোচ, জেডেন সিলস এবং ডেভন থমাস।

সর্বশেষ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নাগপুর টেস্টেও খেলা হচ্ছে না গ্রিনের

আর্কাইভ

বিজ্ঞাপন