টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

আফ্রিকার জার্সি গায়ে সাকিবদের খোঁজে অস্ট্রেলিয়ার কলিন্স

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:10 শনিবার, 22 অক্টোবর, 2022

|| হোবার্ট থেকে আবিদ মোহাম্মাদ ||

বাংলাদেশ দল তখন হোবার্টের বিমানে। বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকদের অনেকে আগে-ভাগে চলে গিয়েছেন তাসমানপাড়ে। ব্রিসবেনে অবস্থানরত কিছু সংখ্যক সাংবাদিককে হোবার্টের বিমান ধরতে হবে শনিবার সকাল ১০টা বা ১১টার মধ্যে। কারণ সন্ধ্যা নাগাদ সেখানে অনুশীলন করবে বাংলাদেশ দল।

এসবের মাঝে ব্রিসবেন বিমানবন্দরে দেখা মেলল এক অস্ট্রেলিয়ান নাগরিকের। যিনি খুঁজে বেড়াচ্ছেন সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের। কিন্তু পরনে সাউথ আফ্রিকার জার্সি। সেই জার্সিতে কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক, এইডেন মার্করামদের অটোগ্রাফও দেয়া।

ভদ্রলোকের নাম শেন কলিন্স, যাচ্ছেন হোবার্টেই। মাঠে বসেই দেখবেন বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচগুলো। তিনটি দলই এই ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে, উঠেছেও এক হোটেলেই। এরপর এই তিনদল যেখানে যাবে খেলতে সেখানেই যাবেন।

মূলত এই তিনদলকে খুব পছন্দ করেন কলিন্স। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে এসব নিয়েই কথা বলেন তিনি। কলিন্স বলেন, 'আমি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকাকে খুব পছন্দ করি।’

'এই তিনদল যেখানে যেখানে খেলবে চেষ্টা করব সেখানে গিয়ে ম্যাচ দেখার। সব ম্যাচ হয়তো দেখতে পারব না তারপরও চেষ্টা করব। আমি শুনেছি বাংলাদেশ দলের ফ্লাইট এখন, তাই ছুটে এসেছি। কিন্তু এসে শুনলাম ওরা চলে গিয়েছে। আমার শার্টে সাউথ আফ্রিকার সবার অটোগ্রাফ আছে।’

কলিন একটি কাগজে বাংলাদেশের সবার নাম লিখে তাদের স্বাক্ষর নেয়ার জন্য ছুঁটছেন। এর মধ্যে ৫জনের পেয়েছেনও। তবে সাকিবের অটোগ্রাফ নেয়া হয়নি তার। কলিন্সের স্বপ্ন শুধু অটোগ্রাফ নয় কলিন্সের স্বপ্ন ছরি তোলারও। শুধু তাই নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম এই সেরা অলরাউন্ডারের সঙ্গে দিতে চান আড্ডাও।

কলিন আরও বলেন, ‘এই কাগজে বাংলাদেশের কয়েকজনের অটোগ্রাফ আছে। আমি সবারটা নিতে চাই। বিশেষ করে সাকিবেরটা। ওর সাথে ছবিও তুলতে চাই। সে দারুণ ক্রিকেটার। বাংলাদেশকে একাই অনেক দূর টেনেছে। এই বিশ্বকাপেও ভালো করবে।’

বৃষ্টিবিঘ্নিত দিনে হোবার্ট পৌঁছে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লম্বা সফর, একাধিকবার বিমান অবতরণের সময় পেছানো ও বৃষ্টির কথা চিন্তা করে শেষ পর্যন্ত অনুশীলন স্থগিত করে দল। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে সাকিববাহিনী। তবে হোবার্টের আবাহাওয়া শেষ পর্যন্ত দুঃসংবাদ দিতে পারে পুরো দলকে।