টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে হোবার্টে যোগ দিচ্ছেন হেরাথ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:57 শুক্রবার, 21 অক্টোবর, 2022

|| ব্রিসবেন থেকে আবিদ মোহাম্মদ ||

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে শুক্রবার অ্যালান বোর্ডার ফিল্ডে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে সেই সুযোগটাও পেল না সাকিব আল হাসানের দল। ফলে পূর্বদিনের মতো এদিনও টিম হোটেলেই কাটাতে হয় তাদের। তবে ব্রিসবেনে বৃষ্টিময় দিনের শেষ বেলায় সুখবর পেয়েছে বাংলাদেশ দল।

নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে শনিবার হোবার্টে দলের সঙ্গে যোগ দেবেন রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ। অসুস্থতার সময় মেলবোর্নে পরিবারের সঙ্গে সাতদিন ছিলেন এই লঙ্কান।

এই প্রসঙ্গে হেরাথ বলেন, 'নিউজিল্যান্ড সিরিজে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। দল অস্ট্রেলিয়া পৌঁছে ব্রিসবেন চলে গেলেও আমি মেলবোর্ন থেকে গিয়েছিলাম। এতদিন পরিবারের সঙ্গেই ছিলাম। এখন সুস্থ, কাল দলের সঙ্গে হোবার্টে যোগ দেবো।'

বিশ্বকাপে অংশ নিতে নিউজিল্যান্ড থেকে ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ায় পা রাখে বাংলাদেশ দল। এরপর মাত্র ২দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন সাকিব-সৌম্যরা। তৃতীয় দিন (বৃহস্পতিবার) বৃষ্টিতে অনুশীলন হয়েছে পণ্ড।

অনুশীলন ছাড়াও ব্রিসবেনে ২টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যার একটিতে আফগানিস্তানের বিপক্ষে ২২ গজে লড়েছে দল। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেনি সাকিবরা। দল হেরেছে ৬২ রানের বড় ব্যবধানে।

নিজেরদের ঝালাই করে নেয়ার সুযোগ ছিল আরেকটি ম্যাচে। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়। এরপর বৃহস্পতিবার অ্যালান বোর্ডার ফিল্ডে প্রায় ৩ ঘন্টা অনুশীলন করে। শুক্রবার অবশ্য অনুশীলন করা হয়নি বাংলাদেশের।

এই কয়েকদিন দলের সঙ্গে দেখা যায়নি হেরাথকে। এরপর শুক্রবার নিশ্চিত হওয়া গেল শনিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে শনিবারই হোবার্ট যাবে দল। ২৪ অক্টোবর নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিববাহিনী।