বাংলাদেশ ক্রিকেট

বিতর্কিত পোস্টের জেরে এক মাস নিষিদ্ধ রানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:42 মঙ্গলবার, 18 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচকদের সমালোচনা করে এক মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন মেহেদী হাসান রানা।

এই পেসারকে নিষিদ্ধ করার খবরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে এবারের জাতীয় লিগে আর খেলা হচ্ছে না তার।

আগামী ডিসেম্বরে আবারও ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা রয়েছে ২৫ বছর বয়সী এই পেসারের। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় লিগের প্রথম রাউন্ডে চট্টগ্রামের হয়ে মাঠে নেমেছিলেন রানা।

সেই ম্যাচ চলাকালীন ফেসবুকে এক পোস্টে নিজের ক্ষোভ উগড়ে দেন রানা। যদিও সেই পোস্ট মুছে দিয়ে পরের দিন উল্টো মিথ্যে সংবাদ ছড়ানোর জন্য গণমাধ্যমকে দোষারোপ করেন তিনি।

আগের দিনের পোস্টটি পেজের সঞ্চালকরা অতি উৎসাহী হয়ে প্রকাশ করেছিলেন বলেও জানান রানা। যদিও বিষয়টি নজর এড়ায়নি বিসিবি। ঘটনাটি তদন্ত করে শাস্তি দেয়া হয়েছে তাকে।

বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, 'সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিকে মন্তব্যের জন্য শাস্তি পেয়েছেন বাঁহাতি এই পেসার। বিসিবির নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। হঠকারী এই কাণ্ডের জন্য তাকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে।'