টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

টট্টি-বুফনদের দেশ থেকে সাউথ আফ্রিকার ক্রিকেটে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:39 মঙ্গলবার, 18 অক্টোবর, 2022

|| ব্রিসবেন-অস্ট্রেলিয়া থেকে আবিদ মোহম্মদ ||

তার প্রতি আগ্রহ জন্মেছিল অ্যালেন বোর্ডার ফিল্ডে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনের পরই। এক শহরে থাকায় সাউথ আফ্রিকা দলের অনুশীলন করছে এখানে। রবিবার (১৬ অক্টোবর) প্রোটিয়াদের অনুশীলনে একটি ক্যামেরা নিয়ে নেটের একপাশ থেকে ওপর পাশে ছুটাছুটি করছিলেন, পরনে সাউথ আফ্রিকা দলের অফিসিয়াল টি-শার্ট। তাতেই নিশ্চিত হওয়া গেল, প্রোটিয়া ম্যানেজম্যান্ট স্টাফদের একজন।

কিন্তু চেহারা ও শারীরিক গঠন স্পষ্ট বলছে তিনি পুরোপুরি সাউথ আফ্রিকার নন! সেদিন এর বেশি তার ব্যাপারে আর জানা যায়নি। তবে এটা নিশ্চিত ছিল, ক্রিকেট সাউথ আফ্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় দায়িত্ব তার কাঁধেই। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তিকে আবারও পাওয়া গেল সোমবার।

ম্যাচ কভার করতে আসা সাংবাদিকদের মিডিয়া বক্সের একদম শুরুর দিকে বসে আছেন চুপচাপ। মনোযোগ দিয়ে দেখছেন সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচ। ততক্ষণ প্রোটিয়াদের জয় প্রায় নিশ্চিত। বক্সে ঢুকেই সোজা তার গিয়ে কাছে গিয়ে পাওয়া গেল পরিচয়। প্রোটিয়া দলের সিনেমাটোগ্রাফার (চিত্রগ্রাহক) তিনি, নাম হেনরি রে গটজো (গজো)।

জন্মসূত্রে ইতিলিয়ান হলেও ৪ বছর বয়স থেকেই দক্ষিণ আফ্রিকায় বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন আইন বিভাগে কিন্তু শখের বসে ক্যামেরাকে ভালোবেসে ফেলেছেন। সাউথ আফ্রিকা দলের সঙ্গে আছেন এ বছরের জুলাই থেকে। এখন পর্যন্ত ৩টি সিরিজে কুইন্টন ডি কক-টেম্বা বাভুমাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে রের।

এসবের ফাঁকে ফ্রিল্যান্সিংও করেন এই ইতালিয়ান বংশোদ্ভূত, তবে ক্যারিয়ার হিসেবে ক্যামেরার পেছনেই থাকতে চান তিনি। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে এসব জানিয়েছেন রে। এছাড়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ও সুপার টুয়েলভে বাংলাদেশ দলকে সাউথ আফ্রিকার বিপক্ষে শুভকামনাও জানান তিনি।

রে বলেন, 'আমি সাউথ আফ্রিকা দলের সঙ্গে প্রায় ৬ মাস ধরে আছি। খুব উপভোগ করছি। দলের সবাই খুব বন্ধুসুলভ।আমার জন্ম ইতালিতে। চার বছর বয়সে পরিবারসহ সাউথ আফ্রিকায় চলে আসি। এরপর এখানেই বেড়ে ওঠা। আইন বিভাগে পড়াশোনা করলেও ক্যামেরার প্রতি আমার ভালোবাসা অনেক। এখন সাউথ আফ্রিকা দলের আরও কাজ করার ইচ্ছে আছে।'

আইন বিভাগের ছাত্র হয়ে সাউথ আফ্রিকা দলের সঙ্গে এক বন্ধুর মাধ্যমে যুক্ত হয়েছেন রে। ফুটবলে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এই উত্তরসূরির ভাষ্যমতে, 'আমি ফ্রিল্যান্সিং করতাম। ক্যামেরা নিয়ে এইদিক ওইদিক ছুটে বেড়াতাম। তখন আমার এক বন্ধু সাউথ আফ্রিকা দলে চাকরির ব্যবস্থা করে দেয়। খুব উপভোগ করছি এখানে।'

বিশ্বকাপে ২ বার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমটি বুধবার অ্যালেন বোর্ডার ফিল্ডে (প্রস্তুতি ম্যাচ)। দ্বিতীয়টি সুপার টুয়েল্ভে সিডনিতে। তবে দুটি ম্যাচেই বাংলাদেশের কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশ তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন রে।

ক্রিকেট সাউথ আফ্রিকার এই চিত্রগ্রাহক বলেন, 'বাংলাদেশে সঙ্গে তো আমরা দুবার খেলব। দলের মিডল অর্ডার ও বোলাররা খুব ভালো ছন্দে আছে। বাংলাদেশকে জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। আশা করছি খুব ভালো ম্যাচ হবে। বাংলাদেশ দলকে দুটি ম্যাচের জন্যই শুভকামনা।'