বাংলাদেশের বিশ্বকাপ দলে সৌম্য, বাদ সাব্বির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 শুক্রবার, 14 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমান। তাদের দুজনের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার বিকেলেই বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই বিশ্বকাপ দলে পরিবর্তন আসছে।

যদিও ঘণ্টা চারেক বাদেই বিশ্বকাপের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় নিউজিল্যান্ড থেকেই দেশে ফিরতে হচ্ছে সাব্বির-সাইফউদ্দিনকে।

মূলত ত্রিদেশীয় সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন তারা। সাইফউদ্দিন দুই ম্যাচে ৪ রানের সঙ্গে মাত্র ২ উইকেট নিয়েছেন।

আর সাব্বির এক ম্যাচে একটি ম্যাচে ১৪ রান করেছিলেন। অন্যদিকে সৌম্য সরকার দুই ম্যাচে ২৭ রান করেছেন, সেই সঙ্গে বল হাতে নিয়েছেন এক উইকেট। শরিফুল তিন ম্যাচে দুই উইকেট নিয়েছেন।

তাদের পারফরম্যান্স গড়পড়তা হলেও নজর কেড়েছে কোচ ও ম্যানেজমেন্টের। এ কারণেই শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ডাকা হয়েছে তাদের।

শনিবারই বাংলাদেশ দলের নিউজিল্যান্ড থেকে ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। 

১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। ২৪ অক্টোবর বিশ্বকাপের মূল আসরে যাত্রা শুরু করবে টাইগাররা।