বিশ্বকাপে বুমরাহর বদলি শামি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:06 শুক্রবার, 14 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠের চোটের কারণে কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের বদলি হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটারের তালিকায় ছিলেন শামি। তার সঙ্গে পেসার হিসেবে ছিলেন দীপক চাহারও। তবে বুমরাহর বদলি হিসেবে শামিকে বেছে নিয়েছে বিসিসিআই। তাতে লম্বা সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শামি।

লম্বা সময় ধরেই পিঠের চোটে ভুগছিলেন বুমরাহ। চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলার পর আবারও চাড়া দেয় পিঠের  চোট। 

যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান বুমরাহ। ডানহাতি এই পেসারকে পাঠানো হয় বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। বুমরাহর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখা হলেও শেষ পর্যন্ত ছিটকে যান তিনি।

কদিন আগে বুমরাহর বদলি হিসেবে সাউথ আফ্রিকা সিরিজে ডাকা হয়েছিল মোহাম্মদ সিরাজকে। পুরো সিরিজে দারুণ বোলিং করেছেন তিনি। ফলে বিশ্বকাপে ব্যাকআপ হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে শার্দুল ঠাকুরকেও।