এনসিএল

রোমাঞ্চকর ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারল ইমরুলের খুলনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:04 বৃহস্পতিবার, 13 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দিনের অনেকটা সময় বাকি থাকলেও জয়ের জন্য ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ২৯ রান। হাতে তখনও ৪ উইকেট। তবে ১ রান তুলতেই ২ উইকেট হারায় নাইম শেখের দল। জাহিদুজ্জামান ও রকিবুল হাসান ফিরলে কঠিন হয়ে যায় তাদের জয়ের সমীকরণ। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে খুলনা ডিভিশনকে হারিয়ে ঢাকা মেট্রোকে ২ উইকেটের জয় এনে দেন আবু হায়দার রনি এবং কাজী অনিক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনে ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ৩৯ রান। জাহিদুজ্জামান ২৫ এবং রকিবুল ১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেন। তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি জাহিদুজ্জামান। পেসার আল আমিনের হোসেনের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে নেমে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

আগের দিনের সঙ্গে মাত্র ৭ রান যোগ করে ব্যক্তিগত ৩২ রানে ফেরেন জাহিদুজ্জামান। এরপর আউট হয়েছেন রকিবুলও। আল আমিনের বলে উইকেট কিপার ইমরান উজ জামানের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

রকিবুল আউট হয়েছেন ৫ রানে। তখনও ঢাকা মেট্রোর ম্যাচ জিততে প্রয়োজন ২৮ রান, হাতে ২ উইকেট। এমন সময় দলকে জেতানোর দায়িত্ব নেন আবু হায়দার এবং অনিক। তারা দুজনে মিলে বাকি রান তুলে ঢাকা মেট্রোকে জেতান তারা দুজন।

১ চারে ১৮ রানে অপরাজিত ছিলেন আবু হায়দার। তাকে সঙ্গ দেয়া অনিক করেছেন অপরাজিত ১১ রান। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার শরিফুল্লাহ।