নারী এশিয়া কাপ

ভারতের জয়রথ থামাল পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:41 শুক্রবার, 07 অক্টোবর, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||

ম্যাচ থেকে প্রায় ছিটকে গেলেও নাসরা সান্ধুর বলে দুই ছক্কা ও সাদিয়া ইকবালের দুই বলে ১০ রান নিয়ে ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন রিচা ঘোষ। সাদিয়ার বলে ছক্কা মারতে গিয়ে উইকেট দিয়ে ফেরেন রিচা। ডানহাতি এই ব্যাটারের বিদায় ধুলিসাৎ হয় ভারতের জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ১৩ রানের জিতে ভারতের জয়রথ থামাল পাকিস্তান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৩৮ রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারে উইকেট হারায় ভারত। নাসরার বলে সিদরার হাতে ক্যাচ তুলে নিয়ে সাজঘরে ফেরেন মেঘনা। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ১৫ রানে। তিনে নেমে থিতু হতে পারেননি জেমিমাহ রদ্রিগেজ।

দারুণ ফর্মে থাকা ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন মাত্র ২ রানে। থিতু হলেও দ্রুত রান তুলতে পারেননি স্মৃতি মান্ধানা। নাসরার বলে উড়িয়ে মারতে গিয়ে আইমান আনোয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করা ব্যাটার। নিজেদের মাঝে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন ৫ রান করা পূজা ভাস্তকার। 

হেমালতা-দীপ্তি শর্মারাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অধিনায়ক হারমানপ্রীত কৌর ফিরেছেন ১২ রানে। শেষ দিকে রিচা ঘোষ ১৩ বলে ২৬ রানের ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাতে দুই বল বাকি থাকতে ১২৪ রানে অল আউট হয় ভারত। পাকিস্তানের হয়ে নাসরা তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন সাদিয়া ও নিদা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে সিদরা আমিনকে সঙ্গে নিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিলেন মুনিবা আলি। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি পূজা ভাস্তকার। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটকিপার রিচা ঘোষের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সিদরা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সিদরা এদিন আউট হয়েছেন ১১ রানে।

সিদরা আউট হওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন মুনিবা। দীপ্তি শর্মার বলে উইকেট থেকে বেরিয়ে এসে মারতে গিয়ে বলের লাইন মিস করেন বাঁহাতি এই ওপেনার। সহজ স্টাম্পিংয়ে ১৭ রান করা মুনিবাকে ফেরায় ভারত। ওই ওভারের শেষ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ওমাইমা সোহেল। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন বিসমাহ মারুফ ও নিদা দার।

তারা দুজনে মিলে যোগ করেন ৭৬ রান। তাদের জুটি ভাঙে বিসমাহর বিদায়ে। ৩২ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান রেনুকা সিং ঠাকুর। এরপর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নিদা। ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ রানে। তাতে ১৩৭ রানের পুঁজি পায় পাকিস্তান। ভারতের হয়ে দীপ্তি তিনটি এবং দুটি উইকেট নিয়েছেন পূজা।