বাংলাদেশ

ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল, হতাশ সোহান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:48 শুক্রবার, 07 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চের উইকেটে পেসারদের জন্য আহামরি কিছুই ছিল না, স্পিনাররাও বাড়তি কোনো সুবিধা পাননি। এমন উইকেটেও ১৬৮ রান তাড়া করতে গিয়ে শেষের আগেই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ব্যাটারদের এমন পারফরম্যান্সে হতাশ নুরুল হাসান সোহান। বাংলাদেশ অধিনায়কের মতে, বোলাররা নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলেও, ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। 

ব্যাটিং বান্ধব উইকেট পেয়েও দ্রুত রান তুলতে না পারাটা টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাথা ব্যথার বড় কারণ। কিছুতেই যেন এর সমাধান খুঁজে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পরীক্ষা-নিরীক্ষা কম হয়নি কিন্তু ফলাফল যেই লাউ, সেই কদু।

পাকিস্তানের বিপক্ষে মাঝারি মানের লক্ষ্য তাড়া শুরুতে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানের দুজনেরই স্ট্রাইকরেট ছিল একশোর নিচে। এরপর আফিফ হোসেন-লিটন কুমার দাশ জুটি চেষ্টা করেছেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তাছাড়া ব্যর্থ ছিলেন মোসাদ্দেক হোসেন-সোহানও।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। বোলাররা ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে।'

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরুটা মোটেও ইতিবাচক কিছু নয় দলের জন্য। তবে দলের হারের পরও তাসকিন আহমেদের বোলিং কিংবা ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটিং ইতিবাচক ছিল। তাসকিন এদিন সুইং আর পেসে পাকিস্তানি ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছেন।

তাসকিন-ইয়াসিরদের প্রশংসা করে সোহান বলেন, 'মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।'