Connect with us

ভারতীয় ক্রিকেট

বুমরাহর অনুপস্থিতি অনেক বড় ক্ষতি: দ্রাবিড়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠের চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না জসপ্রীত বুমরাহর। বিশ্বমঞ্চে দলের সেরা পেসারের অনুপস্থিতি ভাবাচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে। আপাতত বুমরাহর বিকল্প খুঁজছেন দ্রাবিড়।

বুমরাহর বিশ্বকাপে না খেলার ব্যাপারটি গত ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। যদিও এর আগে থেকেই জোর গুঞ্জন ছিল বুমরাহর বিশ্বকাপ না খেলতে পারার সংবাদটি।

বুমরাহ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘বুমরাহর অনুপস্থিতি আমাদের জন্য বড় রকমের ক্ষতি। সে দারুণ একজন ক্রিকেটার। তবে এমনটা হয়। এটা অন্য কারোর জন্য উঠে দাঁড়ানোর বড় সুযোগ। আমরা তাকে মিস করব, এই ব্যাপারে সন্দেহ নেই।’

বুমরাহর বিকল্প হিসেবে আপাতত তিনজন পেসার আছেন দ্রাবিড়ের রাডারে। এই তিনজন হলেন মোহাম্মদ শামি, দীপক চাহার এবং মোহাম্মদ সিরাজ। তিন জনের মধ্যে শামিকেই এগিয়ে রাখছে ভারতের মিডিয়া। যদিও দ্রাবিড় অপেক্ষা করতে চান ১৫ অক্টোবর পর্যন্ত। সেদিনই আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার দিন।

দ্রাবিড় আরও বলেন, ‘দেখা যাক, আমাদের হাতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। শামি বিশ্বকাপের দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত ও সিরিজগুলো খেলতে পারেনি, খেলতে পারলে ওর জন্য খুবই ভালো হতো। বর্তমানে ও ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১৪-১৫ দিন পর ও কীভাবে সেরে ওঠে, সে রিপোর্ট আমাদের দেখতে হবে। ওর ফিটনেস দেখেই এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

পিঠের চোটের কারণে অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। লম্বা সময় ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন এই পেসার। পিঠের চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার।

তবে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন তিনি। তবে দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। দুই ম্যাচে বুমরাহ নিয়েছেন মাত্র একটি উইকেট। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য অনুশীলনে নেমেছিল ভারত। অনুশীলন করার সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ।

 

সর্বশেষ

২৭ নভেম্বর, রবিবার, ২০২২

হ্যামিল্টনে বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারত ম্যাচ

২৭ নভেম্বর, রবিবার, ২০২২

আইপিএলকে 'না' বলায় কামিন্সের পাশে ম্যাকগ্রা

২৭ নভেম্বর, রবিবার, ২০২২

সাবেক ক্যারিবিয়ান উইকেটরক্ষক মুরে আর নেই

২৭ নভেম্বর, রবিবার, ২০২২

'মুখে বললেও ভারত বিশ্বকাপ উপেক্ষা করতে পারবে না পাকিস্তান'

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ইংল্যান্ডের 'চ্যাম্পিয়ন' মানসিকতার নেপথ্যে মরগান

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

অবশেষে শিরোপার দেখা পেল অ্যাডিলেড

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

বিদেশি কোচরা ভারতের ক্রিকেট নষ্ট করেছে: গম্ভীর

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

নির্বাচকদের আশা 'বীরের' মতোই ফিরবেন ফাওয়াদ

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করল বাংলাদেশ

২৬ নভেম্বর, শনিবার, ২০২২

বাংলাদেশের বিপক্ষে টেস্টেও অনিশ্চিত জাদেজা

আর্কাইভ

বিজ্ঞাপন