অস্ট্রেলিয়া

ওয়ানডে থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:13 মঙ্গলবার, 04 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে ক্রিকেটে বেশ কিছু দিন থেকেই রান খরায় ভুগছিলেন অ্যারন ফিঞ্চ। এর ফলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। টি-টোয়েন্টিতে এমন ফর্ম থাকলেও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় তিনি মোটেও অনুশোচনা করছেন না। বরং তা সঠিক সিদ্ধান্তই ছিল বলে জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে এখনও অজিদের সেরা ব্যাটারদের একজন ফিঞ্চ। চলতি বছর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ৩০ এর উপরে। আসন্ন বিশ্বকাপেও তাই নেতৃত্ব থাকছে তার কাধে। তবে এই বিশ্বকাপেই নিজের শেষ দেখছেন না তিনি।

ফিঞ্চ বলেন, 'এটি এমন কিছু যার জন্য আমি কোনো অনুশোচনা করছি না। ৫০ ওভার ফিল্ডিং করার চিন্তা আমাকে আর রোমাঞ্চিত করে না। ২০ ওভার অবশ্যই রোমাঞ্চকর।'

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। অজি অধিনায়কের মতে, টি-টোয়েন্টিতে তার সাম্প্রতিক ফর্ম তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে আরও লম্বা সময় খেলা চালিয়ে যেতে।

নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ফিঞ্চ বলেন, 'আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আশা করি এটি আমাকে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে সহায়তা করবে।'

লম্বা ক্যারিয়ারে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ মনযোগী ফিঞ্চ। এমনকি অনুশীলনেও বরাবরই বাড়তি সময় কাটান এই অজি ওপেনার। ওয়ানডে ক্রিকেট ছাড়ার পর একমাত্র এই অনুশীলনই মিস করেন তিনি। এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, 'একমাত্র যে জিনিসটি আমি মিস করবো তা হল অনুশীলন। আমি আসলে অনুশীলন করতে ভালোবাসি।'