ভারত

বিশ্বকাপে মাঠে বসে ভারতকে সমর্থন দেবেন বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:15 মঙ্গলবার, 04 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বমঞ্চে পারফর্ম করাটা যেমন বিশেষ কিছু, ঠিক তেমনি আসর শুরুর আগেই বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়াটাও অধিক কষ্টের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারাটা বুমরাহর জন্যও বেশ কষ্টের। মাঠের ক্রিকেটে দলের হয়ে লড়তে না পারলেও গ্যালারিতে বসে দলকে সমর্থন জোগাবেন চোটের কারণে ছিটকে যাওয়া এই পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় কিছুটা হতাশ বুমরাহ। তবে নিজের এই খারাপ সময়ে যাদের পাশে পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার। বিশ্বকাপ চলাকালে মাঠে বসে দলকে সমর্থন জোগানোর কথাও জানিয়েছেন তিনি।

বুমরাহ বলেন, 'আমি হতাশ যে, আমি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হব না। তবে আমার প্রিয়জনদের কাছ থেকে আমি যে শুভেচ্ছা, যত্ন এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি যখন সুস্থ হয়ে উঠব, তাদেকে আমি অস্ট্রেলিয়ায় উৎসাহ জোগাবো।'

এদিকে গতকাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুষ্ঠানিকভাবে জানিয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না বুমরাহ। পিঠের চোটের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ডানহাতি এই পেসারকে।

লম্বা সময় ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন বুমরাহ। পিঠের চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তবে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন তিনি। তবে দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। দুই ম্যাচে বুমরাহ নিয়েছেন মাত্র একটি উইকেট।

তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য অনুশীলনে নেমেছিল ভারত। সেখানেই বাধে বিপত্তি। মঙ্গলবার অনুশীলন করার সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। যে কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। এরপর স্ক্যান করাতে ওইদিনই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় বুমরাহকে।