promotional_ad

তরুণদের নিয়ে রোমাঞ্চিত সিডন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তারুণ্য নির্ভর দল নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন এই বিশ্ব আসরের আগে পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এই দল নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।


টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম, আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ছাড়া ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের শেখার মঞ্চ মনে করছেন সিডন্স।


promotional_ad

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'আমরা দুবাই থেকে এসেছি। সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি, সপ্তাহ খানেক দারুণ অনুশীলন সুবিধা পেয়েছি সেখানে। আমাদের দলটা খুব তরুণ। কিছু সিনিয়র খেলোয়াড় অবসর নিয়েছে বা দলে নেই। তরুণ দল হিসেবে তারা রোমাঞ্চিত। তাদের জন্য এটা শেখার মঞ্চ। দেখা যাক খুব ভালো দুটি দলের বিপক্ষে কেমন খেলি।'


বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চিন্তার কারণ ওপেনিং। অভিজ্ঞ-অনভিজ্ঞদের নিয়ে ওপেনিংয়ে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। অবশেষে টিম ম্যানেজমেন্ট থিতু হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে এই দুজনকেই হয়তো দেখা যাবে ওপেনিংয়ে।


সিডন্স জানিয়ে দিলেন লিটন দাস খেলবেন চার নম্বরেই। তিনি বলেন, 'সাব্বির ও মিরাজের ওপেনিং তামিম ও লিটনের থেকে বেশ ভিন্ন। লিটন এখানে আছে তিন বা চারে খেলবে। আমাদের এখনো কিছু সিনিয়র খেলোয়াড় আছে কিন্তু তরুণরা খুব উদীপ্ত।'


ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ এই সিরিজে পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারলেই সন্তুষ্টি খুঁজবে। দলের লক্ষ্য নিয়ে সিডন্স বলেন, 'ওদের (প্রতিপক্ষ) নিয়ে বেশি কিছু বলার নেই। গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। পাকিস্তান অবশ্যই দারুণ টি-টোয়েন্টি দল। তাদের চ্যালেঞ্জ জানাতে পারলে বিশ্বকাপেও হয়ত ভাল কিছু সম্ভব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball