টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারতকে ফেভারিট মানছেন মঈন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 সোমবার, 03 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানকে ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে সিরিজ হারিয়েছে ইংল্যান্ডে। এমন দুর্দান্ত সিরিজ জয়ের পরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ফেভারিট মানছেন না মঈন আলী।

তার চোখে ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়াই এবারের সীমিত ওভারের বিশ্বকাপের ফেভারিট। তবে যেকোনো প্রতিপক্ষই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে ভয় পায় বলে মনে করেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে মঈন বলেন, 'সিরিজটি জিতে আমরা সত্যিই আনন্দিত এবং আমরা ভালো অবস্থানে থেকেই অস্ট্রেলিয়ায় যাবো। কিন্তু আমার মনে হয় না আমরা বিশ্বকাপে ফেভারিট।'

'যদি আমি সত্যি কথা বলি, আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু আমি জানি আমরা খুবই ভয়ঙ্কর দল এবং অন্যদলগুলো আমাদের সঙ্গে খেলতে ভয় পায়। আমার এখনও মনে হয় অস্ট্রেলিয়া ও ভারত হলো ফেভারিট।'

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগবে বলে মনে করেন মঈন। ভালো খেলার জন্য দলের বাকি ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

তিনি বলেন, 'ম্যাচটি দারুণ হয়েছে আমাদের জন্য। আমরা শুরু থেকেই ভালো খেলেছি। বিশেষ করে আমাদের বোলিং দুর্দান্ত হয়েছে। পুরো সিরিজ জুড়ে আমরা ভালো বোলিং করেছি। দল যখন এভাবে ব্যাটিং করে এটা অনেক আত্মবিশ্বাস দেয়। ছেলেদের কৃতিত্ব দিতে হবে দারুণ খেলার জন্য।'