ভারত- দক্ষিণ আফ্রিকা সিরিজ

সূর্য-মিলারের দিনে ম্যাচসেরা হয়ে বিস্মিত রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:10 সোমবার, 03 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গৌহাটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতার দিনে ভারতের জয়ের নায়ক হতে পারতেন সূর্যকুমার যাদব। যদিও সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে ম্যাচসেরা হন লোকেশ রাহুল। ম্যাচসেরা হয়ে বিস্মিত হয়েছেন তিনি নিজেও।

ম্যাচটিতে দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলির সঙ্গে ১০২ রানের জুটি গড়েন সূর্যকুমার। এ দিনও অসাধারণ আগ্রাসন নিয়ে খেলেন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা এই ব্যাটার।

১৯তম ওভারে রান আউট হওয়ার আগে ২২ বলে ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন সূর্যকুমার। যেখানে পাঁচটি চার ও সমান সংখ্যক ছক্কা হাঁকান তিনি। মাত্র ১৮ বলে পান হাফ সেঞ্চুরির দেখা।

অথচ ম্যাচসেরার পুরস্কার জেতা রাহুল ২৮ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় করেন ৫৭ রান। হাফ সেঞ্চুরি পান ২৪তম বলে। স্ট্রাইক রেট ২০৩.৫৭। যেখানে সূর্যকুমারের স্ট্রাইক রেট ছিল ২৭৭.২৭!

পুরস্কার নিতে এসে বিস্ময়ের ঘোর না কাটাতে পারা রাহুল বলেন, 'সত্যি বলতে, ম্যাচসেরার পুরস্কার পেয়ে বিস্মিত হয়েছি। আমার মনে হয় ম্যাচটিতে সূর্য আরও বড় প্রভাব রেখেছে। আর সে ম্যাচের মোড়ও ঘুরিয়ে দিয়েছে। আমরা ওপেনাররা সবসময় চিন্তা করি আমাদের কাজটা খুব কঠিন।'

'তবে ওয়ানডেতে কিছু ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং করার কারণে আমি বুঝতে পারি, এটাও কঠিন। যেমনটা আমি বলেছি, সূর্য অনেক বড় অবদান রেখেছে। কোহলিও দারুণ ব্যাটিং করেছে। দীনেশ যেটা করেছে সেটা সবাই পারে না। সে অনেক বেশি বলও খেলেনি।'

৪৫৮ রানের এই ম্যাচে ১৬ রানে জিতে ভারত। তাদের ছুঁড়ে দেয়া ২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা থামে তিন উইকেটে ২২১ রান তুলে। প্রোটিয়াদের ইনিংসে ৪৭ বলে আটটি চার ও সাতটি ছক্কায় ১০৬ রান করেন ডেভিড মিলার। ম্যাচসেরা হননি তিনিও!