ভারত-সাউথ আফ্রিকা সিরিজ

ধাওয়ান-স্যামসনদের নিয়ে ভারতের ওয়ানডে দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:18 রবিবার, 02 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের।

প্রোটিয়াদের বিপক্ষে ৫০ ওভারের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আর তার সহকারী করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে জায়গা পেয়েছেন সাঞ্জু স্যামসন। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও শুভমান গিল, ইশান কিশানদের রাখা হয়েছে এই দলে।

প্রথমবারের মতো ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছে রবি বিষ্ণই, মুকেশ কুমার ও রজত পাতিদার। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রিজার্ভ হিসেবে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে।

এর মধ্যে রয়েছেন আইয়ার। এ ছাড়াও দীপক চাহার ও রবি বিষ্ণই রয়েছেন রিজার্ভ দল থেকে। ওয়ানডের আগে শাহবাজ আহমেদ প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছেন।

আগামী ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে ভারত-সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে আগামী ৯ ও ১১ অক্টোবর। 

ভারতের ওয়ানডে দল-

শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণই, মুকেশ কুমার, আবেশ খান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।