ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

১০ বছরে গ্রিন অনেক উপার্জন করবে: মার্শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শুক্রবার, 30 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন ক্যামেরন গ্রিন। অথচ বর্তমান সময়ের টি-টোয়েন্টি দলের পরিকল্পনাতেই তিনি নেই। গ্রিনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মিচেল মার্শ। এভাবে পারফর্ম করতে থাকলে আগামী দশ বছরে অনেক উপার্জন করবেন গ্রিন, এমনটাও ভবিষ্যদ্বাণী করেছেন মার্শ।

ইনজুরির কারণে ভারত সিরিজে খেলেননি মার্শ। তার পাশাপাশি আরেক অলরাউন্ডার মার্কাস স্টইনিসও ইনজুরিতে থাকায় এবং অজি দলের নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার বিশ্রামে থাকায় এই সিরিজে খেলার সুযোগ মিলে গ্রিনের।

অথচ অস্ট্রেলিয়ার টেস্ট অলরাউন্ডার হিসেবে পরিচিত গ্রিন এই সিরিজের আগে খেলেন মাত্র একটি টি-টোয়েন্টিতে। এই সিরিজে ওপেনিংয়ে নেমে অসাধারণ সব পারফরম্যান্স করে সতীর্থদের ভালোবাসা সিক্ত হচ্ছেন তিনি।

মার্শ বলেন, 'বাইরের মানুষজন বিস্মিত হতে পারে। তবে আমাদের কেউই অবাক হয়নি। সে (গ্রিন) অসম্ভব প্রতিভাবান। তাকে বলা হয়ে থাকে, যাও এবং আগ্রাসীভাবে খেলতে থাকো। আমার আরও যেটা ভালো লেগেছে, সে মোটেই স্বার্থপরের মতো খেলে না। সে দারুণ দক্ষ। একজন তরুণ ক্রিকেটার যার এখনও দলে জায়গা পাকাই হয়নি, সে আবার নির্ভীক ক্রিকেটও খেলছে।'

'তার দক্ষতার চাইতে এই জিনিসটাই বেশি চোখে পড়ে। এমন কেউ যখন দলে থাকে তখন বোঝা যায় আমরা কতোটা শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে সবে তার ক্যারিয়ার শুরু হয়েছে। আগামী দশ বছরে সে অনেক উপার্জন করতে চলেছে।'

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দলকে জেতাতে ৩০ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্রিন। দ্বিতীয় ম্যাচটিতে করেন পাঁচ রান। তৃতীয় ম্যাচটিতে মাত্র ২৫ বলে ৫১ রান করেন এই অলরাউন্ডার। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা করে নিয়েছেন ২৩ বছর বয়সী গ্রিন।