বাংলাদেশ ক্রিকেট

শ্রীলঙ্কাকে আদর্শ মেনে এগোতে চায় বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:39 বুধবার, 28 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আইসিসির র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটির সঙ্গে সিরিজ জয়কে বড় প্রাপ্তি হিসেবে না মানলেও ক্রিকেটারদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দুটিতেই দারুণ ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। সেই সঙ্গে চৌকশ অধিনায়কত্ব আর দারুণ কিপিংয়ে নজর কেড়েছেন নুরুল হাসান সোহান। দল হিসেবে ঘুরে দাঁড়াতে এই দলটাকে আরও বছর খানেক সময় দেয়ার পরামর্শ দিয়েছে বিসিবি সভাপতি।

ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে পাপন বলেন, 'ক্যাপ্টেন্সিও ভালো, উইকেটকিপিংটাও ভালো। আমি কোনো সমস্যাই দেখি না। এখন আমাদের টিমে অনেকগুলো খেলোয়াড় আছে যারা ভালো খেলছে। কিন্তু ওদেরকে একটু সময় দিতে হবে। আমি বলছি কি, এই যে আফিফ, আফিফ কিন্তু এখনও মুশফিক বা মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে যায়নি। আমরা যেন ভুলগুলো না করি। সোহানও ওদের কারো মতো হয়নি। এখনও অনেকদূর যেতে হবে। এদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে।'

সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এবার সেই শ্রীলঙ্কাকেই আদর্শ মেনে এগোতে চায় বিসিবি। লঙ্কান ক্রিকেট বোর্ড এই দলটির পেছনে তিন বছররেরও বেশি সময় ব্যয় করেছে। অবশেষে এশিয়া কাপ দিয়ে সেই ভরসার প্রতিদান দিয়েছেন দেশটির ক্রিকেটাররা। সেই হিসেবেই আফিফ-সোহানদের অন্তত আরও এক বছর সুযোগ দিতে চান পাপন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই বাংলাদেশ দলে বইছে পরিবর্তনের হাওয়া। অধিনায়কত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ পড়েছেন দল থেকেও। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় অবসর নিতে বাধ্য হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টি-টোয়েন্টির নেতৃত্ব এখন সাকিব আল হাসানের কাঁধে। এবার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করার সময় হয়েছে বিশ্বাস বিসিবি সভাপতির।

তিনি বলেন, 'লিটন দাস তামিমের কাছাকাছি এখনও যায়নি। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এদের পটেনশিয়াল আছে আমি মনে করি এদেরকে অন্তত একটা বছর যদি সময় দেয়া যায় এবং বারবার চেঞ্জ না করি দলের মধ্যে বাববার প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে দলের মধ্যে। এই এক্সপেরিমেন্ট বন্ধ করে একটি স্কোয়াড তৈরি করতে হবে। যেটা নাকি শ্রীলঙ্কা করেছে। চার বছর একটি নতুন টিমের ওপর কাজ করেছে ওরা। সাড়ে তিন বছর পর ওরা ফলাফল পেল।'